দীপাবলি পালন করেননা

ব্যুরো নিউজ ১ নভেম্বর : দীপাবলিতে গোটা দেশ আলোয় মেতে ওঠে। শুধু দেশ নয় বিদেশের মাটিতেও দীপাবলি পালন করছে বিভিন্ন ধর্মের মানুষেরা। বুজ খালিফা সেজে উঠেছে আলোকসজ্জায়। পাকিস্তানেও দীপাবলীর উৎসব পালন করা হচ্ছে সমারহে। শুধু আলো নয় আতিথেয়তায় মেতে ওঠে সকলে। সেখানে ভারতের এমন একটি জায়গা যেখানে দীপাবলিতে আলোর লেস খুঁজে পাওয়া যায় না। অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে গোটা গ্রাম। কারণ জানলে আপনি অবাক হবেন সাম্মো তখন অন্ধকারাচ্ছন্ন থাকে। হিমাচল প্রদেশের হামিরপুর জেলার ২৫ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটির জন্য দীপাবলি যেন এক দুঃস্বপ্ন।

মহিলা কনস্টেবলদের নতুন যুগঃ কলকাতা পুলিশের উদ্যোগ

দীপাবলির সময় সবাই ঘরে বন্দি থাকে

গ্রামবাসীদের মতে, বহু বছর ধরে সাম্মোতে দীপাবলি উদ্‌যাপন নিষিদ্ধ। গ্রামে কেউ যদি ভুল করে অতিরিক্ত আলো জ্বালান বা উৎসবের খাবার রান্না করেন, তবে তাদের সংসারে ভয়াবহ বিপদ নেমে আসে। মৃত্যুও হতে পারে তাদের ভাগ্যে।সাম্মো গ্রামে এর কারণ হিসেবে গ্রামবাসীরা একটি প্রাচীন অভিশাপের কথা বলেন। অনেক বছর আগে, দীপাবলি উদ্‌যাপন করতে গিয়ে এক বিবাহিত তরুণীর মৃত্যুসংবাদ শুনে জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই তরুণী জানান, গ্রামে কেউ দীপাবলি পালন করলে তাদের সংসারে বিপদ আসবেেগ্রামবাসীরা বলছেন, ওই তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন এবং স্বামীর মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছিলেন। শেষমেশ তিনি সহমরণ চান এবং গ্রামের মানুষদের উদ্দেশে অভিশাপ দেন।৭০ বছর বয়সি এক বৃদ্ধ বলেন, জন্মের পর থেকে তিনি এই গ্রামে কখনও দীপাবলি উদ্‌যাপন হতে দেখেননি। সাম্মো গ্রামে জন্ম নেওয়া এক বাসিন্দা দূরে চলে গিয়েছিলেন। দীপাবলির দিন তার বাড়িতে বিশেষ খাবার রান্না হয়েছিল, কিন্তু সেই দিন আগুন লেগে যায়।কিছু তরুণ দীপাবলির উৎসব পালনের চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের জন্যও দুর্ভাগ্য নেমে এসেছিল। গ্রামের মহিলারা জানান, দীপাবলির সময় সবাই ঘরে বন্দি থাকে। গ্রামে উৎসবের ছিটেফোঁটাও দেখা যায় না।তবে গ্রামবাসীরা প্রতি বছর দীপাবলির সময় তাদের বাড়ির সামনে প্রদীপ জ্বালান। এটি তারা তরুণীকে শ্রদ্ধা জানাতে করেন, কারণ তা না হলে তার ‘আত্মা’ রুষ্ট হয়।

নভেম্বরে শনির প্রভাবে ভাগ্য বদল ঘটতে চলেছে এই ৫ রাশির জীবনে

গ্রামের কিছু বাসিন্দা অভিশাপকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তাদের জীবনে ক্ষতি হয়েছে বলেই শোনা যাচ্ছে। তারা নানারকম যজ্ঞও করেছেন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কেউই সফল হয়নি। এভাবেই প্রতি বছর দীপাবলির সময় সাম্মো গ্রাম অন্ধকারে ডুবে থাকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর