দক্ষিণাকালী

ব্যুরো নিউজ ২৯ অক্টোবর : মা কালীর মাহাত্ম্য বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পাতালভেদী দক্ষিণাকালী খুবই প্রসিদ্ধ। রাজা সাবর্ণের স্বপ্নে মা কালীর দেখা পাওয়ার পর থেকে প্রায় সাড়ে চারশো বছর ধরে এই কালীপুজোর ঐতিহ্য চলে আসছে।

টলিউড অভিনেত্রী শ্রুতি দাসের স্বপ্নে নৈহাটির বড়মা

মা কালীর মহিমা

গল্পটা শুরু হয় জয়নগরের ময়দা অঞ্চলে। প্রায় সাড়ে চারশো বছর আগে দেবী পাতাল ভেদ করে সেখানেই আবির্ভূত হন। রাজা সাবর্ণ রায়চৌধুরী তখন থেকেই মা কালীর পূজা শুরু করেন।রাজা সাবর্ণের বাণিজ্যিক যাত্রার পথে একদিন তিনি একটি বকুল গাছের নীচে একটি বালিকাকে দোল খেতে দেখেছিলেন। সেই দৃশ্য দেখে তিনি মুগ্ধ হন এবং বারবার সেই স্থান দিয়ে যেতে চাইতেন। কিন্তু হাজার চেষ্টা করেও সেই বালিকার দেখা আর পাননি।এরপর রাজা সাবর্ণ একটি স্বপ্নাদেশ পান। স্বপ্নে মা কালীর নির্দেশ আসে যে, ওই বকুল গাছের নিচেই দেবী দক্ষিণাকালী অবস্থান করছেন। স্বপ্ন দেখে রাজা সাবর্ণ সেই স্থানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং দেবীর পূজার আয়োজন করেন।

 ‘কাউন্টডাউন’ শুরু! কোন নতুন সুখবর দিতে চলেছে অভিনেত্র রাহুল দেব বসুর

পাতালভেদী দক্ষিণাকালী নিয়ে আরও একটি কাহিনি রয়েছে। সেখানে দেবীর শিলা মূর্তিকে স্থানান্তরিত করার চেষ্টা করা হয়, কিন্তু তা সম্ভব হয়নি। একদিন মাটি ভেদ করে নিজে থেকেই উঠে আসে শিলা মূর্তিটি, যা পরে দেবীরূপে পুজিত হতে থাকে।এখনো মন্দিরের পাশে সেই বকুল গাছটি অবস্থিত, যা দর্শনার্থীদের কাছে মা কালীর মহিমা স্মরণ করিয়ে দেয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর