ব্যুরো নিউজ ২৮ অক্টোবর : উৎসবের মরশুমে রাজ্যে শান্তি বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি চালাচ্ছেন গোয়েন্দারা। সম্প্রতি কালীপুজোকে কেন্দ্র করে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা ধনধান্য অডিটোরিয়ামে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন।
ধনতেরাসের আগে সুখবর! সস্তা হলো সোনা-রুপোর দাম
পুলিশ প্রশাসনের ব্যাবস্থা
বৈঠকে উপস্থিত ছিলেন দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসসি এবং কলকাতা পুরসভার প্রতিনিধিরা। পুলিশ কমিশনার জানান, কালীপুজো ও দীপাবলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবদিকেই সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, “আমরা আশাবাদী, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, তবে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে। আমাদের ইন্টেলিজেন্স শাখাকে আরও সক্রিয় করা হয়েছে এবং সব ইউনিটকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো স্থানে বিশৃঙ্খলার খবর পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”প্রশাসনের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, রাজ্যে অশান্তি ছড়ানোর চক্রান্ত চলছে। দুর্গাপুজোর সময়েও এ ধরনের প্রবণতা লক্ষ করা গিয়েছিল। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং গোয়েন্দাদের সতর্ক করেছেন। শুক্রবার নবান্নে তিনি বলেন, “দুর্যোগের সুযোগে কেউ কেউ অশান্তির ছক কষতে পারে। সামনের কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
আজকের দিনটি কেমন যাবে এই ১২ রাশির! কি বলছে জ্যোতিষশাস্ত্রে
সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালিয়ে কিছু তথ্য পাওয়া গেছে, যদিও বিষয়টি এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না। উৎসবের সময় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য রাজ্য গোয়েন্দা বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।