ব্যুরো নিউজ, ৩ অক্টোবর :ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তার ভক্ত সংখ্যা বিশ্বজুড়ে ব্যাপক। সম্প্রতি ধোনির এক ভক্ত গৌরব কুমারের কাহিনি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দিল্লি থেকে সাইকেল চালিয়ে ১,২০০ কিমি পথ পাড়ি দিয়ে রাঁচিতে পৌঁছান তিনি। যেখানে ধোনির বাড়ি অবস্থিত। গৌরবের আশা ছিল, ধোনির সঙ্গে দেখা করে তার ভক্তির স্বীকৃতি পাবেন। কিন্তু ধোনি তো তার সামনে দিয়ে চলে গেলেও সাক্ষাৎ না হওয়ায় হতাশ হয়ে ফিরে যেতে হল গৌরবকে।
মিঠুন চক্রবর্তীর জাতীয় পুরস্কার থেকে দাদাসাহেব ফালকে, যাত্রা অব্যাহত
কেন তার সাথে দেখা করলেন না ধোনি
গৌরব তার ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন, তিনি প্রায় এক সপ্তাহ ধরে ধোনির বাড়ির সামনে অপেক্ষা করেছেন। বিভিন্ন ভিডিয়োতে দেখা যায়, ধোনি গাড়িতে বের হচ্ছেন, কিন্তু গৌরবের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না। এ ঘটনার পর নেটদুনিয়ায় ধোনির ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই গৌরবকে সমালোচনা করেছেন, ‘এতদূর এসে কী লাভ হল?’
বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল আলপাকা নামে এক আজব প্রাণী!
কিছু নেটিজেন গৌরবকে পড়াশোনায় মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। নিজ পরিবারকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। অন্যদিকে, অনেকে বলেছেন ধোনি কারোর সঙ্গে দেখা করার জন্য বাধ্য নন। একজন মন্তব্য করেছেন, ‘ধোনি কেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন? তাহলে তো প্রতিদিনই কেউ না কেউ তার সঙ্গে দেখা করতে আসবে।’
শিয়ালদাহ স্টেশনের নাম পরিবর্তন নিয়ে বিতর্ক
এটি প্রথমবার নয়, এর আগেও ধোনির সঙ্গে দেখা করার আশা নিয়ে গৌরব চেন্নাই গিয়েছিলেন। সেখানেও তিনি সফল হননি। গৌরবের এই কাজটি অনেকের কাছে বোকামি হিসেবে চিহ্নিত হয়েছে।