festival-crowd-mahalaya-shreebhumi-luminous-club

ব্যুরো নিউজ ৩ নিউজ : মহালয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো মণ্ডপে ভিড় উপচে পড়েছে। মানুষের উল্লাসে ফিরেছে উৎসবের আমেজ। বিশেষ করে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের মণ্ডপে যে দৃশ্য দেখা গেছে, তা সত্যিই মহালয়ার সন্ধ্যার জাঁকজমককে নতুন মাত্রা দিয়েছে। এমন মনে হতে পারে, যেন এটি অষ্টমীর দৃশ্য।

মুর্শিদাবাদের দুই কৃষক অপহৃতঃ বিজিবির বিরুদ্ধে অভিযোগ

উপছে পড়া ভির মহালয়া থেকেই

এদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে ‘উৎসব বয়কটের’ ডাক দেওয়া কিছু ব্যক্তির প্রতি তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য তীব্র আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন, সাধারণ মানুষ উৎসব বয়কটের ডাক দেওয়া ব্যক্তিদের সমর্থন করেননি। তিনি বলেন, “শ্রীভূমি থেকে কল্যাণী আইটিআই; মহালয়ার দিন থেকেই মণ্ডপে জনজোয়ার দেখা যাচ্ছে। যাঁরা উৎসব বয়কটের ডাক দিয়েছেন, সাধারণ মানুষ তাঁদের মুখে ঝামা ঘষে দিয়েছেন। গরিবের পেটে লাথি মেরে উৎসব বয়কট করা কোনও সুস্থ মানসিকতার লক্ষণ তাক্ষদেবাংশু যে উৎসবের উদ্দীপনার কথা উল্লেখ করেছেন, তা মহালয়ার সন্ধ্যায় শ্রীভূমিতে স্পষ্ট হয়ে উঠেছে। তিরুপতি বালাজি মন্দির দেখতে সেখানে মানুষের ঢল নামে। ভিড় নিয়ন্ত্রণের জন্য রীতিমতো দড়ি ফেলা হয় এবং মাইকে ঘোষণা করতে হয়, হুড়োহুড়ি করবেন না। যখন ঘড়ির কাঁটা ১১ টায় পৌঁছায়, তখন মণ্ডপের সামনে প্রচুর মানুষকে দেখা যায়। এক দর্শক বলেন, “প্রতি বছর মহালয়ায় ঠাকুর দেখতে বের হই। নতুন জামাকাপড় পরেই এসেছি।”অন্য একজন জানান, “মহালয়ার দিন পুজোর কেনাকাটি করতে বেরিয়েছিলাম। ফেরার পথে শ্রীভূমির ঠাকুর দেখে গেলাম। এরপর তো ভিড় আরও বাড়বে।”লুমিনাস ক্লাবের পরিস্থিতি আরও আকর্ষণীয় ছিল। ব্যাঙ্ককের বিখ্যাত অরুণ ওয়াট মন্দির দেখতে মহালয়ার সন্ধ্যায় জনস্রোত সেখানে এসে ভিড় করে। মণ্ডপের সামনের রাস্তায় শুধু মাথার ভিড় দেখা যায়।

দিল্লিতে চিকিৎসক হত্যাকাণ্ডঃ নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

সপ্তমী বা অষ্টমীর মতোই মহালয়ার সন্ধ্যায় মণ্ডপের সামনে ভিড় দেখা যায়। ভিড় সামলাতে রীতিমতো পুলিশ ও আয়োজকদের হিমশিম খেতে হচ্ছে।এভাবে, মহালয়ায় উৎসবের এই উদ্দীপনা সারা রাজ্যে মানুষের মধ্যে আনন্দের নতুন স্রোত বইয়ে দিয়েছে, যা আসন্ন দুর্গাপুজোর জন্য সকলের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর