ব্যুরো নিউজ,২২আগস্ট:সবকিছু ঠিকঠাক চললে আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হতে চলেছেন জয় শাহ।জগমোহন ডালমিয়া শ্রীনি বাসান শশাঙ্ক মনোহরের পরে জয় শাহ হবেন চতুর্থ ভারতীয় যিনি আইসিসি চেয়ারম্যান পদে বসতে চলেছেন। বর্তমানে জয় শাহ রয়েছেন বিসিসিআই এর সচিব পদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর পুত্র জয় শাহ কনিষ্ঠতম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে চলেছে্ন আইসিসি চেয়ারম্যান পদে।
Supreme Court: হতবাক বিচারপতিরা!মমতার সরকার,পুলিশের কাজে অবাক,সুপ্রিম প্রশ্নে ঘাম ঝরছে রাজ্যের
আগেই ছাড়বেন বিসিসিআই সচিব পদ !
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস
আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে গেলে ১৬ টি ভোটের মধ্যে পেতে হবে অন্তত ৯টি ভোট। অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ৫১ শতাংশ ভোট পেতে হবে। ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে সমর্থন করতে পারে অস্ট্রেলিয়া , ইংল্যান্ড , নিউজিল্যান্ড , দক্ষিণ আফ্রিকা , ওয়েস্ট ইন্ডিজ সহ অন্যান্য দেশ। ফলে পরিস্থিতি ঠিকঠাক থাকলে আগামী দিনে আইসিসি সর্বোচ্চ পদে বসতে চলেছেন জয় শাহ মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ই আগস্ট। তবে যদি কেউ ঐ পদে নির্বাচনের জন্য মনোনয়ন না দেন তবে জয় শাহ সরাসরি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন আইসিসি চেয়ারম্যান হিসেবে। যদি তার সঙ্গে অন্য কোন পার্থী মনোনয়ন দেন তবে ভোটাভুটি হবে। তবে সেই সম্ভাবনা এখনও দেখা যায়নি। কারণ প্রতিদ্বন্দ্বিতা করতে তেমন কোন নাম এখনও ভেসে ওঠেনি। জয় শাহ বর্তমান বয়স ৩৫ফলে জগমোহন ডালমিয়া ,নারায়নস্বামী , শ্রীনিবাসান ও শশাঙ্কের পরে তিনি চতুর্থতম ভারতীয় এবং কনিষ্ঠতম চেয়ারম্যান হিসেবে পদে বসবেন। বর্তমানে জয় শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে রয়েছেন তার মেয়াদ শেষ হবে ২০২৫ সালে অক্টোবর মাসে কিন্তু যদি তিনি নির্বাচিত হন তবে আগেই তাকে পদ ছাড়তে হবে।