ব্যুরো নিউজ,১২ আগস্ট:ক্যাবিনেটের অনুমোদন পেল ওয়ারেন্গেল আসানসোল ফ্রেট করিডোর তৈরির আবেদন। এই নতুন রেলপথে বাড়বে কয়লা পরিবহন। কেন্দ্রীয় রেল মন্তক এই রেলওয়ে করিডর কে শিলমোহর দিয়েছে। এই প্রকল্পের জন্য খরচ হবে ৭৩৮৩ কোটি টাকা। তেলেঙ্গানার ওয়ারিংগেল থেকে পশ্চিমবঙ্গের আসানসোল পর্যন্ত রেলওয়ে করিডোর তৈরি হলে বাণিজ্যিক রেল পরিবহন ও কয়লা আনা আরো সহজ হয়ে যাবে।
কলকাতা বিমানবন্দরে নতুন পরিষেবা শুরু হতেই যাত্রীদের ব্যাপক সুবিধা
বাড়বে আসানসোলের গুরুত্ব
রাস্তা পরিণত হয়েছে পুকুরে, সেই জলেই স্নান করে প্রতিবাদ বাদুড়িয়ার গ্রামবাসীর
এই রেল করিডোরেই পড়বে জুনাগড়- নবরমপুর মালকানগিরি পান্ডুরামপুরাম বুনুপুর – তিরুপল্লী এই তিনটি নতুন রেল লাইন। এই নতুন রেলপথ তৈরি হলেই প্রায় ৭০০ কিলোমিটার পথ কমে যাবে। ফলে পরিবহনের সময় খরচ অনেকটাই কমবে। ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে এবার এই নয়া প্রকল্প বাজেটে ছাড় পাওয়ায় আরো ৯০০ কিলোমিটার রেলপথ সম্প্রসারিত হবে। এর ফলে আসানসোলের গুরুত্ব বাড়বে। আসানসোল স্টেশন আরো বেশি জমজমাট ও ব্যস্ত হয়ে পড়বে। বাংলার কয়লা ও দক্ষিণ ভারতে সহজে পৌঁছাতে পারবে। ওই রেল পথেই যাত্রী চলাচলও করতে পারবে। নয়রের পথ চালু হলে বাড়বে শ্রমিক নিয়োগের সুযোগ এ ছাড়া ওই পরিবহনকে কেন্দ্র করে অন্যান্য আনুষঙ্গিক ব্যবসা বাণিজ্য ও ছোটখাটো শিল্প তৈরি হবে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ তৈরীর কারখানা গুলিতে বা বিদ্যুৎ কেন্দ্রে আরো সহজে কয়লা পাঠানো সম্ভব হবে। বর্ধমান জেলার হন্ডাল, পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জের কয়লা সহজে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া সম্ভব হবে।