ব্যুরো নিউজ, ১০ জুলাই : আবারো সংবাদ শিরোনামে আড়িয়াদহের জয়ন্ত সিং ও তার বাহিনী। কয়েকদিন আগে কামারহাটির আড়িয়াদহে মা ও ছেলেকে গণপিটুনির ঘটনায় অভিযুক্ত জয়ন্ত সিং ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে আবারো চঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। এক নাবালককে বিবস্ত্র করে মারধর করার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। অভিযোগ এই ঘটনার নেপথ্যে রয়েছে জয়ন্ত সিং ও তার বাহিনী।
ফের খাস কলকাতায় গণপিটুনি! বিধাননগরে ছেলেধরা সন্দেহে তিনজনকে ‘গণ-ধোলাই’!
গণপিটুনি নিয়ে মুখ খুললেন মদন,’সর্ষের মধ্যে ভূত, দল থেকে ঝেড়ে ফেলতে হবে’
এবার নাবালককে অত্যাচারের ভিডিও প্রকাশ্যে
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরালও হয়েছে। সেই ভিডিও দেখা যাচ্ছে আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের সামনে এক নাবালক বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে। তার গোপনাঙ্গে সাঁড়াশি চেপে ধরে চলছে নারকীয় অত্যাচার। সামনে এক ব্যক্তি চেয়ারে বসে হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত লাল্টু নাকি জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ। এই ভিডিও প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় ব্যারাকপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়, ‘পুরনো ভাইরাল হাওয়া একটি ভিডিও বারাকপুর পুলিশের নজরে এসেছে। সেখানে এক মহিলাকে মারধর করা হচ্ছে। এই ঘটনায় মামলা রুজু হয়েছে।’