Ukraine-russia war

ব্যুরো নিউজ, ৯ জুলাই : সোমবার ইউক্রেনের এক শিশু হাসপাতালে মিসাইল হানা চালায় রাশিয়া। আর তাতেই ৩৭ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি আহত হয়েছে কমপক্ষে ১৭০ জন। আর এই প্রাণঘাতী হামলার পরেই হুঁশিয়ারি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

মোদীকে স্বাগত জানাতে ইউরোপের সবথেকে উঁচু টাওয়ার সেজে উঠল তেরঙায়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে কী বার্তা দিলেন মোদী? আর কী কী বিষয়ে আলোচনা?

ইউক্রেনের রাজধানী কিয়েভের সবথেকে বড় শিশু হাসপাতালে হামলা চালানো হয়। আর এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ ইউক্রেনে নৃশংস মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। যার ৩৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু এবং ১৩ জন শিশু-সহ ১৭০ জন আহত হয়েছে।” তিনি এও বলেন, “এবার রাশিয়ার লক্ষ্য, ইউক্রেনের বৃহত্তম শিশু হাসপাতালে তরুণ ক্যান্সার রোগীদের ওপর।” দাবি করা হয়, এই হামলায় একেবারে গুড়িয়ে গেছে হাসপাতাল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। এই হামলার ফল ভুগতে হবে রাশিয়াকে এমনই হুশিয়ারি ইউক্রেনের। 

https://x.com/ZelenskyyUa/status/1810437647581716707?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1810437647581716707%7Ctwgr%5E5d44f126b0659fe0c64791a3decfcf35901c6414%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fworld%2Fbrutal-missile-strike-in-ukraine-childrens-hospital-died-many-1091362.html

সোমবার দিনে-দুপুরে ইউক্রেনের একাধিক জায়গায় মিসাইল হামলা চালায় রাশিয়া। ২০২২ সাল থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এটা সবথেকে ভয়াবহ ও নিন্দনীয় হামলা বলে দাবি করেছেন কিয়েভের মেয়র।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর