Puri Jagannath Rath

ব্যুরো নিউজ, ৭ জুলাই: প্রতি বছর রথের দিন রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব। সঙ্গে থাকেন দাদা বলভদ্র ও বোন সুভদ্রা।রথে চড়ে রাতের মধ্যেই মাসির বাড়ি পৌঁছে যান তারা। তবে এবার আর তা হচ্ছে না। এবারের রথ কিছুটা দূর হাওয়ার পরেই থেমে যাবে। কিন্তু কেন?

রথের আগের দিনই ভুবনেশ্বরের বিমান বাতিল, বিমানবন্দরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা

৫৩ বছর পর এসেছে সেই বিরল যোগ। দেখা গিয়েছে, এবারের রথযাত্রার তিথি  ৭ ও ৮ জুলাই এই দুইদিনেই পড়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি অর্থাৎ আজ ভোর ৩টে ৪৪ মিনিট থেকে শুরু হয়ে ৮ জুলাই ভোর ৪টে ১৪ মিনিট পর্যন্ত থাকবে এই যোগ।

রথ দেখা কলা বেচার কথা তো সকলেই জানেন, তবে জানেন রথের সঙ্গে রসগোল্লার কী যোগ?

BJP Helpline

ফলে দু’দিন ধরে হবে রথযাত্রা। আজ বিকেলে রথে চেপে কিছুটা দূর যাবেন পুরীর জগন্নাথ। এরপর সেখানেই থেমে যাবে রথ। আবার কাল বাকি যাত্রা সম্পন্ন হবে। মানে আগামিকালই মাসি গুন্দিচার মন্দিরে পৌছবে পুরীর রথ। এর আগে ১৯৭১ সালে এমন যোগ এসেছিল। যেখানে দু’দিনে ধরে রথ যাত্রা পালন করা হয়েছিল। আর এবার ৫৩ বছর পর এসেছে সেই বিরল যোগ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর