ব্যুরো নিউজ, ৫ জুলাই : হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কয়েক দিনের মাথাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লালকৃষ্ণ আডবানি। গত সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে দিল্লির এইমসে ভর্তি করা হলেও চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু বাড়ি ফিরতে না ফিরতেই একদিনের মাথায় ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। বুধবার রাতেই দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে একদিনের মাথাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে।
কবে হবে পিছিয়ে যাওয়া NEET-PG পরীক্ষা? জানালো হল দিনক্ষণ
ছাড়া পাওয়ার একদিনের মাথায় ফের ভর্তি হন হাসপাতালে
বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি চলতি বছরের শুরু থেকেই নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন আডবাণী। তাঁর শারীরিক অবস্থার কথা ভেবেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ অন্যরা ভারতরত্ন সম্মান তাঁর বাসভবনে গিয়ে তাঁর হাতে তুলে দেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েকদিন আগে তার বাসভবনে গিয়ে বর্ষিয়ান বিজেপি নেতার সঙ্গে দেখা করে আসেন। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর বাড়িতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রথমবার জোট সরকারের দায়িত্ব সামলাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই কারণে বর্ষীয়ান বিজেপি নেতার পরামর্শ নিতেই নরেন্দ্র মোদী তাঁর বাড়িতে গিয়েছিলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে এখন তাঁর দ্রুত আরোগ্য কামনাই করছেন সকলে।