Narendra Modi On NDA gov

ব্যুরো নিউজ, ৩ জুলাই : একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে না পারলেও যথেষ্ট আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোট শরিকদের নিয়ে তৃতীয়বার সরকার গঠন করেছেন মোদী। আরও দুদশক দেশে ক্ষমতায় থাকবে বিজেপি। রাজ্যসভার ভাষণে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদী। এদিন বিরোধীদের এক হাত নিয়ে মোদী বলেন, ‘বিরোধীদের এজেন্ডাকে পরাজিত করেছে দেশবাসী। ৬ দশক পর দেশের মানুষ মোদি সরকারকে তৃতীয়বার দেশ গঠনে সুযোগ দিয়েছে।’

হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু, সুপ্রিম কোর্টে মামলা, ভক্তের জন্য কী ব্যবস্থা? উঠছে প্রশ্ন

‘ময়দান ছেড়ে চলে যাওয়া বিরোধীদের অস্ত্র’

এদিন প্রধানমন্ত্রী যখন রাজ্যসভার ভাষণ দিতে উঠছিলেন তখন বিরোধীরা হইহট্টগোল শুরু করে। যদিও বিরোধীদের সেই বাধাকে উপেক্ষা করেই ভাষণ দিতে ওঠেন মোদী। জনগণ এনডিএ সরকারের উপর আস্থা রেখেছে বলে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের আস্থা শুধু এনডিএ-র উপর রয়েছে। এই নির্বাচন শুধু গত ১০ বছরের কৃতিত্বকে সিলমোহর নয়, ভবিষ্যতের উন্নয়নেরও এক সুযোগ। দেশের অর্থব্যবস্থা ১০ থেকে ৫ নম্বরে উঠে এসেছে।’

BJP Helpline

‘আমাদের উন্নয়নের চারটি প্রধান স্তম্ভ। কৃষক, যুবক, দরিদ্র ও নারী এরাই আমাদের উন্নয়নের শক্তি। আমরা সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করেছি’ বলে এদিন সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মোদী। এদিন বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের রায়কে ব্ল্যাক আউট করার চেষ্টা চলছে। আজ যারা সংবিধান হাতে নিয়ে বিরোধিতা করছে, তারাই সংবিধান দিবস পালন করতে চায়নি। এখন লড়তে না পেরে ময়দান ছেড়ে চলে যাওয়াই বিরোধীদের অস্ত্র হয়ে উঠেছে।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর