om birla daughter UPSC issue
ব্যুরো নিউজ, ২ জুলাই: অস্বস্তিতে ওম বিড়লা! এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে বসেছেন  ওম বিড়লা। আর তারপর থেকেই কার্যত সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট। আর তা নিয়েই পড়ে গিয়েছে শোরগোল।
আর মিলবেনা স্ট্যাম্প ডিউটির ছাড়, কী জানাল রাজ্য সরকার? 

তবে সেই পোস্ট ওম বিড়লাকে নিয়ে নয়, তাঁর কন্যা অঞ্জলি বিড়লাকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট যেখানে লেখা, 'ভারতই একমাত্র দেশ যেখানে পরীক্ষায় না বসেই UPSC ক্লিয়ার করা যায়। কিন্তু তার জন্য আপনাকে লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ে হয়ে জন্মাতে হবে। ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা কোনো পরীক্ষা না দিয়েই UPSC পাশ করেছেন। আদতে তিনি পেশায় একজন মডেল'। পাশাপাশি মোদী সরকারকে কটাক্ষ করে বলা হয়, 'মোদী সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে উপহাস করছে'।
https://x.com/dhruvrahtee/status/1806712913865932885?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1806712913865932885%7Ctwgr%5Ecdf651242f7ee3437e4221bf70b37aa90e60e1fb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Ffalse-claim-in-social-media-posts-says-om-birlas-daughter-anjali-birla-passed-upsc-without-sitting-in-exam-heres-the-truth-1088240.html

এই লেখা -সহ ওম বিড়লার সঙ্গে তাঁর মেয়ে অঞ্জলির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। তবে সত্যিটা কী?
BJP Helpline

২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা। ২০২০ সালের ৪ অগস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। সেখানেই দেখা যায় প্রথম চেষ্টাতেই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হন। দেখা যায়, সিরিয়াল নম্বর ৬৭-এ রয়েছে অঞ্জলি বিড়লার নাম। তাঁর রোল নম্বর- ০৮৫১৮৭৬। ফলে তথ্য অনুযায়ী এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলেই মনে করা হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর