ব্যুরো নিউজ, ৩০ জুন : আগামী ৭ জুলাই রথ ও ১৬ জুলাই উল্টোরথ। এই রথ উপলক্ষে ওড়িশার পুরিতে নামে ভক্তদের ঢল। সেই রাজ্য তো বটেই আশে পাশের একাধিক রাজ্য যেমন- পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড থেকেও হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। তাই দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রেলের।
বিশ্বকাপ জয়ে খুশির জোয়ার! শুভেচ্ছাবার্তা মোদী-মুর্মুর
রথযাত্রা উপলক্ষে ৩১৫টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রেলের। ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালাবে ওড়িশার প্রতিবেশী রাজ্যগুলি থেকে। জানা গিয়েছে, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ নিয়ে ইতিমধ্যে বৈঠকও সেরেছেন। রথ উৎসবে যাত্রী স্বচ্ছন্দ্যর জন্য বিশেষ নজর দিতে চাইছে রেল।
এই বিশেষ ট্রেন ছাড়া হবে বাদামপাহাড়, রৌরকেল্লা, বালাসোর, সোনপুর, দশপল্লা, জুনাগড় রোড, সম্বলপুর, কেওনঝড়, পারাদ্বীপ, ভদ্রক, বাংড়িপসি স্টেশন থেকে। এছাড়াও লং ডিসট্যান্স স্পেশাল ট্রেনও থাকবে। রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষ পুরীতে আসেন। সেই যাত্রীদের কথা মাথায় রেখেই এই বিশেষ পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে রেল।