ব্যুরো নিউজ, ২৯ জুন: চূড়ান্ত করা হল UGC-NET পরীক্ষার নতুন তারিখ। বিজ্ঞপ্তি অনুসারে, ১০ জুলাই হবে NCET । ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে হবে জয়েন্ট CSIR-UGC NET। ২১ অগস্ট ও ৪ সেপ্টেম্বরের মধ্যে হবে UGC NET পরীক্ষা।
মণিপুরে পালা বদল! দিল্লীতে বিধায়করা, তবে কি ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী?
প্রসঙ্গত, জুন মাসে পরীক্ষার পরেই বাতিল করে দেওয়া হয় ইউজিসি-নেট পরীক্ষা। ১৮ তারিখ পরীক্ষার পর ১৯ জুন পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়। সূত্রে খবরে জানা যায়, টাকা দিয়ে ডার্ক ওয়েব মারফত মিলেছিল প্রশ্নপত্র। তাছাড়া একাধিক মেসেজিং প্ল্যাটফর্মেও নেটের প্রশ্ন বিক্রি হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পরীক্ষার প্রশ্ন ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার অভিযোগ উঠতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা বাতিলের পর এবার UGC NET পরীক্ষার নয়া সূচি প্রকাশ করা হল। তবে এবারের জুন মাসে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তা ওএমআর শিটে। কিন্তু এবার আর ওএমআর নয়, এবারের ইউজিসি নেট পরীক্ষা হবে কম্পিউটারেই।নতুন ঘোষণা হওয়া পরীক্ষার সূচি অনুযায়ী, ইউজিসি নেট পরীক্ষা হবে সিবিটি মোডে।