ব্যুরো নিউজ, ২৮ জুন: অনেকের হাতেই দেখা যায় কচ্ছপের আংটি। তবে আজকাল অনেকেই তা স্টাইল বা ফ্যাশানের জন্যও পড়ে থাকেন। তবে জ্যোতিষশাস্ত্রে এই কচ্ছপের আংটিকে খুবই ভাগ্যবান বলে মনে করা হয়। এতে জীবনে সুখ- সমৃদ্ধি আসে বলেও মনে করা হয়।
বিরল ‘হাসি রোগে’ আক্রান্ত অভিনেত্রী আনুশকা !
কিন্তু এই টার্টেল রিং পরার অনেক নিয়ম আছে। ইচ্ছে করলেই এই আংটি পরা যায় না। কচ্ছপ রিং পরার আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শে নেওয়া উচিত। নয়তো হতে পারে মহাবিপদ!
কচ্ছপ রিং পরার সময় যে যে ভুল একেবারেই করবেন না-
টার্টল রিং যখন পরবেন তখন অবশ্যই কচ্ছপের মুখ আপনার নিজের দিকে রেখেই আঙুলে পড়তে হবে। এতে সম্পদ- সমৃদ্ধি আসে।
কচ্ছপের মুখ যদি আপনার বিপরীতে থাকে তবে এতে করে আপনার জীবন থেকে সুখ -সমৃদ্ধি দুরে সরে যাবে। বড় আর্থিক ক্ষতিও হতে পারে।
যে কোনও আঙুলে নয়, ডান হাতের মাঝের আঙুলেই কচ্ছপের আংটি পরুন।
টার্টল রিং-এ কচ্ছপের পিঠে ‘শ্রী’ লেখা থাকলে তা আপনার জন্য খুবই ভালো ফল দেবে বলে মনে করা হয়।
টার্টল রিং খুলে যেখানে-সেখানে রাখবেন না। এটি পূজার ঘরে দেবী লক্ষ্মীর পায়ের কাছে রাখুন।
কচ্ছপের আংটিটি খুলে রাখার পর ফের যেমন তেমন ভাবে পড়লে হবে না। সেটি দুধে ধুয়ে নিয়ে দেবী লক্ষ্মীর পায়ে স্পর্শ করে পুনরায় পরুন।
তবে সবার জন্য এই টার্টল রিং নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্কট, মেষ, বৃশ্চিক এবং মীন রাশির জাতকদেরই কচ্ছপের আংটি পরার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা।