ব্যুরো নিউজ, ২১ জুন : দিঘায় যোগ দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দিঘায় সমুদ্রের পাড়ে একটি জায়গায় আয়োজন করা হয় যোগ দিবসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সামিল হয়ে যোগ অভ্যাস করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। জাতীয় সঙ্গীত গেয়ে সূচনা করা হয় অনুষ্ঠানের। এছাড়াও এদিন তিনি নরেন্দ্র মোদীর নানা সমাজ সংস্কারের কথা বলেন। এছাড়াও, আন্তর্জাতিক যোগা দিবসে ভাতা-ভর্তুকির খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু অধিকারী।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত আমডাঙা
এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘স্বচ্ছ ভারত থেকে শুরু করে নানান সমাজ সংস্কারের কাজ করেছেন নরেন্দ্র মোদী। যারা ভাতা- ভর্তুকিতে আটকে, ধর্মান্ধতায় আটকে আছেন, সংকীর্ণ সাম্প্রদায়িকতায় আটকে আছেন তাঁদের বলব এই সব থেকে বেড়িয়ে এসে ভারতীয় হন। দেশের প্রধানমন্ত্রীকে অনুসরন করুন।’
এছাড়াও, রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, রাজ্য সরকার মানে জনগনের সরকার। কেন্দ্র সরকার মানেও জনগনের সরকার। তবে আমাদের এই রাজ্যে বোধ-বুদ্ধির অভাব এখনও আছে। সেই অভাব যদি কাটে তবে ভালো। পাশের রাজ্য ওড়িশার উদাহরণ টেনে তিনি বলেন, ওড়িশাকে দেখে বাংলার শেখা উচিত।