CBI Summoned Tapas Saha

ব্যুরো নিউজ, ২১ জুন : এবার সিবিআই-এর নজরে তৃণমূল বিধায়ক তাপস সাহা। টাকার বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় শুক্রবার তাপস সাহাকে নিজ প্যালেসে তলব করেছে সিবিআই। এর পাশাপাশি আরও তিনজনকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আবারও রাজ্য-রাজ্যাপাল সংঘাত! রাজভবনে থেকেও পশ্চিমবঙ্গ দিবসে অনুপস্থিত রাজ্যপাল

জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব

এই নিয়ে দ্বিতীয়বার তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই। প্রথমবার সিবিআইয়ের তলবে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা। এর পাশাপাশি তৃণমূল বিধায়কের নদিয়ার তেহট্টের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। শুধু তার বাড়ি নয়, তাপস সাহার আপ্ত সহায়কের বাড়ি ও বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি অভিযানের সময় সিবিআইয়ের নজরে আসে প্রমাণ লোপাটের জন্য পুকুরের পাশে কিছু নথি পোড়ানো হয়েছে। পরীক্ষার জন্য সেই পোড়া জিনিস সংগ্রহ করে নিয়ে যান আধিকারিকরা।

BJP Helpline

উল্লেখ্য, তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি তদন্তকারী অফিসারদের। যদিও এই অভিযোগের ভিত্তিতে তৃণমূল বিধায়কের দাবি তিনি নাকি ষড়যন্ত্রের শিকার। এখন দেখার তদন্তকারীদের তদন্তে কি তথ্য উঠে আসে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর