same sex marriage thailand

ব্যুরো নিউজ, ২০ জুন: সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি দিল থাইল্যান্ড। এবার আর সমলিঙ্গ বিবাহে রইল না বাধা। মিলল স্বীকৃতি। দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে ইতিহাস গড়ল থাইল্যান্ড। থাইল্যান্ডের সেনেট আইনি স্বীকৃতি দিল সমলিঙ্গ বিবাহে।

বায়ুমন্ডলে দূষণ বাড়াচ্ছে ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট! আরও বাড়বে দূষণের মাত্রা! কি বলছেন গবেষকরা?

থাইল্যান্ডের সেনেটে  পাশ হল বিল। তবে বিল পাশ হলেও এখনও বাকি রাজা মহা বাজিরালংকর্ণের স্বাক্ষর। রাজার স্বাক্ষর করার ১২০ দিনের মধ্যে বিলটি আইনে কার্যকর হবে।

ওই বিলটিতে বলা হয়েছে, একজন মানুষ যে কোনও লিঙ্গের মানুষকে বিয়ে করতে পারেন। তাঁর এই অধিকার থেকে তাঁকে কোনও ভাবেই বঞ্চিত করা যাবে না। তবে এক্ষেত্রে স্বামী-স্ত্রী নয়, এর বদলে ম্যারেজ পার্টনার হিসাবেই স্বীকৃতি দেওয়া হবে। বিয়ের ক্ষেত্রেও পুরুষ বা মহিলা হিসাবে নয়, বরং স্বতন্ত্র ব্যক্তি হিসেবে উল্লেখ করা হবে।

থাইল্যান্ডের সেনেটে ১৫২ জন সদস্যের মধ্যে ১৩০ জন এই ধারার বিয়ের পক্ষে ভোট দিয়েছেন। বিরোধিতা করেছেন ৪ জন। এছাড়া ভোটাভুটিতে অংশ নেননি সেনেটের ১৮ জন সদস্য।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর