ব্যুরো নিউজ, ১৭ জুন : গরমে হেয়ার স্টাইল নিয়ে যেমন বড়রা চিন্তায় থাকেন, তেমনই ছোটদের চুল কীভাবে বাধা যায় সেই নিয়েও চিন্তায় থাকেন অনেকে। কীভাবে চুল বাধলে স্টাইলও হবে আবার গরমের হাত থেকে রেহাই মিলবে সেই নিয়েও দুশ্চিন্তা থাকে। অনেকে গরমের হাত থেকে রেহাই পেতে ঝুটি বেধে দেয় বাচ্চাদের। কিন্তু এই ঝুটির সাথে যদি ছোট ছোট কিছু বিষয় যোগ করা যায় তাহলে স্টাইলটা কিন্তু ভালোই হয়।
ঘুরে আসি: কালিম্পংয়ের এক অজানা গ্রাম গোকুল
গরম থেকে মিলবে স্বস্তি, বজায় থাকবে স্টাইল
একটা ঝুঁটি করলে তার সঙ্গে যোগ করতে পারেন বাড়তি স্টাইল। বো-এর মতো করে ওপরের অংশটুকু বেঁধে নিতে পারেন। ঝুঁটির নিচের অংশটুকু কার্লার দিয়ে হালকা কোঁকড়ানো করে দিতে পারেন। দেখতে কিন্তু ভালোই লাগবে।
আবার কপালের অংশ থেকে ছোট ছোট করে চুল নিয়ে বেঁধে দিতে পারেন। এরপর বাকি চুল খোলা রাখতে পারেন। দুটো ঝুঁটি করে চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে পারেন। সামনের দিকে কিছুটা চুল বেণি করে নিতে পারেন। এতে সামনের দিকেও ভিন্নতা আসবে। দুটি ঝুঁটি করে ছোট ছোট ক্লিপ আটকে দিতে পারেন ঝুঁটি বাঁধার জায়গায়।