ব্যুরো নিউজ, ১১ জুন :কেরালা থেকে নির্বাচিত প্রথম বিজেপি সাংসদ সুরেশ গোপী। গত রবিবার নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে শপথ নিয়েছেন গোপী। এবার তাঁকে ঘিরেই জোর শোরগোল।
আসন্ন যোগ দিবস উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা নমোর
সুরেশ গোপী একজন মালয়ালম চলচ্চিত্র অভিনেতা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কেরালা থেকে নির্বাচিত প্রথম বিজেপি সাংসদ হয়ে ইতিহাস রচনা করেছেন তিনি। সুরেশ গোপী ৭৪,৬৮৬ ভোটের ব্যবধানে ত্রিশুর লোকসভা আসনে জয়ী হয়েছেন।
জম্মু-কাশ্মীরে পুণ্যার্থীদের উপর জঙ্গিহানায় ‘ক্ষুব্ধ’ টলিপাড়া
সুরেশ গোপী রবিবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (এমওএস) হিসাবে শপথ নিয়েছেন। তবে এরপরেই তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়। তিনি তাঁর নতুন দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চান। মন্ত্রিসভা ছাড়তে চান। এমনই খবর ছড়িয়ে পরতে থাকে সর্বত্র।
এদিকে কেরালার কংগ্রেস নেতৃত্বের দাবি, অভিনেতা তথা বিজেপি সাংসদ সুরেশ গোপী রাজ্য মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরেই পদ ছাড়তে চান। একই সঙ্গে বিজেপি-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তাঁদের দাবি, রবিবার গোপি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, এখন তিনি মন্ত্রিত্ব ছাড়তে চলেছেন। কারণ তিনি এখন চলচ্চিত্র করতে চান!
এই খবর রটতেই কেরালা বিজেপির সভাপতি কে সুরেন্দ্রন, সুরেশ গোপির সম্বন্ধে এমন খবরে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন এমনকি এই অভিযোগ ‘ভুয়ো’ বলেও উড়িয়ে দেন তিনি।
এদিকে গোপীর মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বিষয়টি স্পষ্ট করেছেন খোদ সুরেশ গোপী। সুরেশ গোপী দাবি করেছেন, তাঁকে নিয়ে ভুল খবর ছড়ানো হচ্ছে। তিনি মোদীর মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে চান। এই খবর একেবারে ভুল। সমগে তিনি এও বলেন, “আমরা প্রধানমন্ত্রী-র নেতৃত্বে কেরালার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
https://youtu.be/pU_dENp2kp0