ISRO

ব্যুরো নিউজ, ১১ জুন : টানা ১০ বছর চালিয়েছে দেশ। এবার ১৫ বছরের রেকর্ড। গত রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার পরের দিন থেকেই ফুলফ্লেজে ময়দানে মোদী। প্রথম দিনের কাজেই একাধিক ফাইলে সই। তবে এসব কিছুর আগেই একটি বড় কাজ মোদীর। দায়িত্ব পেয়েই মনমোহন, প্রতিভা পাটিল-দেবেগৌড়াকে ফোন করলেন নরেন্দ্র মোদী। চাইলেন আশীর্বাদও।

বাড়িতে কচ্ছপ রাখলে কি হয় জানেন? পাবেন হাজার উপকার! তবে কীভাবে, কোন দিকে স্থাপন করবেন?

সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। তৃতীয় দফার কাজ শুরুর আগে দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, দেবেগৌড়া ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের আশীর্বাদ চাইলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মণিপুরে মুখ্যমন্ত্রীর কনভয়ে ‘সশস্ত্র সন্ত্রাসবাদী’ হামলা

BJP Helpline

১৯৯৬ সালের ১ জুন থেকে ১৯৯৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন দেবেগৌড়া। এদিকে ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত টানা ২ বারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তাই ফের প্রধানমন্ত্রীর গদিতে বসেই তাঁদের আশীর্বাদ একান্ত কাম্য মোদীর। পাশাপাশি ২০০৭ সালের ২৫ জুলাই থেকে ২০১২ সালের ২৫ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি পদে থাকা প্রতিভা পাটিলকেও ফোন করেন মোদী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর