Sheikh Hasina Visit India

ব্যুরো নিউজ, ১০ জুন : রাষ্ট্রপতি ভবনে গতকাল ছিল চাঁদের হাঁট! গতকালই প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য দেশের রাষ্ট্রনায়করাও। ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আর নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পরেই শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠকে বসেন। এরপর আজ দুপুরেই দিল্লি থেকে বাংলাদেশে রওনা দেন শেখ হাসিনা।

‘কংগ্রেসের সঙ্গে এক বিছানায় শোয়াই কাল বামেদের’, চাঁচাছোলা জবাব উদয়ন গুহর

দিল্লীতে মোদী-হাসিনার বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সংবাদ মাধ্যমকে জানান, এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নরেন্দ্র মোদীর পাশাপাশি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এর পাশাপাশি নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

BJP Helpline

হাছান মাহমুদ বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও বৈঠক এই দুই দেশের বন্ধনকে আরও মজবুত করবে। প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কের উন্নতির কথাও বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর