Beauty tips

লাবনী চৌধুরী, ৯ জুন: মুখের কালো দাগ, এমনকি মেছতার দাগ এই দুইই স্কিনের উজ্জ্বলতাকে ফিকে করে দেয়। তাই এই দাগ কমাতে নানান দামী দামী ক্রিম, ট্রিটমেন্ট করেও আদলে লাভের লাভ কিছু হচ্ছেনা? তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য… এই প্রতিবেদনে কীভাবে ঘরোয়া উপায়েই মেছতার দাগ ও মুখের কালো দাগ দূর করে ত্বক কমল ও উজ্জ্বল হবে তা নিয়েই আলোচনা করব।

কালো ও ঘন চুল পেতে ‘ম্যাজিকে’র মত কাজ করবে এই হেয়ার প্যাকটি

উপকরণ- 

আলুর রস, লেবুর রস, কফি পাউডার, কনফ্লাওয়ার অথবা ময়দা বা ব্যাসনও ও নারকেল তেল।

পদ্ধতি-

প্রথমে একটা আলুকে ব্লেন্ড করে তার থেকে রস বের করে নিতে হবে। দিয়ে দেব ১ চা চামন লেবুর রস ও ১ চা চামচ যে কোনও নারকেল তেল। এতে ২ চা চামচ কফি পাউডার মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে যোগ করতে হবে ১ চামচ কনফ্লাওয়ার, চাইলে কনফ্লাওয়ারের বদলে ময়দা বা ব্যাসন ব্যবহার করতে পারেন।

এবার এই প্যাকটি স্কিনে লাগিয়ে নিন। সঙ্গে এক টুকরো লেবুর খোসা বা আলুর টুকরো দিয়ে ভালো ভাবে স্ক্রাব করুন অন্তত ৫ মিনিট। এবার প্যাকটি ১০ মিনিট মুখে রেখে দিন। তারপর একটি চামচ দিয়ে মুখের নিচ থেকে উপর দিকে টেনে টেনে প্যাকটি তুলে নিন। এই স্পুন থেরাপি স্কিনে জমে থাকা ময়লা তুলতে সাহায্য করে।

এই প্যাকটি সপ্তাহে অন্তত ৩ বার ব্যবহার করুন। প্রথম বার ব্যবহারের পর থেকেই বুঝতে পারবেন তফাৎ।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর