ব্যুরো নিউজ, ৮ জুন : একুশের বিধানসভা নির্বাচনে আইএসএফকে যেভাবে লড়াকু মনোভাবে দেখা গিয়েছিল। ২৪ এর লোকসভা নির্বাচনে সেরকম লড়াকু মেজাজে দেখা যায়নি ভাঙড়ের নওশাদ সিদ্দিকির দল আইএসএফকে। প্রচারেও সেরকম চমক ছিল না তাদের। কিন্তু ফলপ্রকাশের পর ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে দাঁড়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতেন বলে দাবি করলেন নওশাদ সিদ্দিকী।
মোদীর নয়া মন্ত্রীসভায় কারা কারা?
প্রার্থী না করায় এবার দলের প্রতি উষ্মা প্রকাশ নওশাদ সিদ্দিকীর
উল্লেখ্য লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী কে হবেন তা নিয়ে বিরোধীদের মধ্যে কম কাটা ছেঁড়া হয়নি। আইএসএফের তরফে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করা হবে বলেও একাধিকবার সে কথা শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী করা হয়েছে মজনু লস্করকে। ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। আর সেই কারণেই ফলাফল প্রকাশের পরে দল তাকে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার অনুমোদন দেয়নি বলে উষ্মা প্রকাশ করলেন নওশাদ সিদ্দিকী।