modi on opposition

ব্যুরো নিউজ, ৮ জুন : নির্বাচনের পর থেকে বারবার ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন বিরোধীরা। এই নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। ভোটের ফল বেড়নোর আগে পর্যন্ত চলেছে সেই বিতর্ক। এবার সেই ইস্যুতেই কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সেন্ট্রাল হলে বিরোধীদের একপ্রকার বিদ্রুপের সুরে প্রধানমন্ত্রী বলেন, ‘ইভিএম বেঁচে আছে নাকি দেহ রেখেছে’। তাঁর এই মন্তব্যে এনডিএ-র শরিক দলের সদস্যরা হাসিতে ফেটে পড়েন।

সুর নরম মুইজ্জুর! ‘ভারত বিরোধী’ মুইজ্জুই আসছেন ভারতে

BJP Helpline

‘গণতন্ত্রের ওপর আস্থা নষ্ট করতে চেয়েছিল বিরোধীরা’

পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে বলেন, ‘বিরোধীরা চেয়েছিল ভারতের গণতন্ত্রের ওপর আস্থাই যাতে নষ্ট হয়ে যায়। ক্রমাগত ইভিএম নিয়ে সমালোচনা হচ্ছিল, তবে ইভিএম সঠিক জবাব দিয়েছে।’ এদিন জয়ী সংসদদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তাও দেন। ‘আগামী পাঁচ বছর ইভিএম নিয়ে আর কিছু শুনতে হবে না। কিন্তু যখন ২০২৯ সালের ভোট আসবে, তখন হয়তো ইভিএম নিয়ে আবার নাচানাচি শুরু হবে।’ এই ভাষাতে বিরোধীদের উদ্দেশ্যে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে এনডিএ যে সবথেকে মজবুত সরকার সেটা আরও একবার মনে করিয়ে দেন নরেন্দ্র মোদী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর