ব্যুরো নিউজ, ৫ জুন: জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসন থেকে লড়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তার বিপরীতে লড়েছেন জেলে বন্দী নেতা শেখ আব্দুল রশিদ। আর তাতেই ‘কুপোকাত’ ওমর আবদুল্লার গদি।
শেখ আব্দুল রশিদ। যিনি ইঞ্জিনিয়ার রশিদ নামেও পরিচিত। সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে গত পাঁচ বছর ধরে তিহার জেলে রয়েছেন তিনি। তবে দীর্ঘ সময় জেল বন্দী থাকাতেও তাঁর জয়ে কোনও প্রভাবই পড়েনি। জেলে থাকাকালীন তাঁর নির্বাচনী প্রচারে খরচ হয়েছে মাত্র ২৭ হাজার টাকা। জানা গিয়েছে, প্রচার চালানোর জন্য গাড়ির জ্বালানীর বাবদ খরচ হয়েছে এই মূল্য। আর এই স্বল্প অর্থে নির্বাচনী প্রচারই নাড়িয়ে দিয়েছে ওমর আবদুল্লার গদি। এও জানা গিয়েছে তাঁর এই নির্বাচনী প্রচারের জন্য হাজার হাজার ভলেন্টিয়াররা নিজেরাই অর্থ দান করে প্রচার চালিয়েছে।
এদিকে নিজেদের পরাজয় স্বীকার করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। এই বিষয়ে ওমর আবদুল্লাহ নিজের এক্স-এ একটি পোস্ট করেছেন। তিনি উত্তর কাশ্মীরে বিজয়ের জন্য রশিদকে অভিনন্দন জানিয়েছেন।