BJP

ব্যুরো নিউজ, ৫ জুন  : পাহাড়ে জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি। তবে এই জয়ের নেপথ্যে যে রয়েছেন বিমল গুরুংয়ের ক্যারিশমা তা মেনে নিয়েছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। আর সেই কারণে অষ্টম রাউন্ড গণনার শেষে পাহাড়ে ১৭ হাজার ১৩৯ ভোটের লিড দেখে জয় একপ্রকার নিশ্চিত বুঝে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে সিংমারীতে গোর্খা জনমুক্তি মোর্চার সদর দফতরে বিমল গুরুংকে কৃতজ্ঞতা জানাতে সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থী রাজু বিস্তা। সেখানে রাজু বিস্তাকে খাদা পরিয়ে সংবর্ধনা জানান বিমল গুরুং। এরপর অন্যান্যরাও তাঁকে সংবর্ধনা জানান।

‘দায় আমায়ই নিতে হবে’, কি বলছেন সুকান্ত মজুমদার?

BJP Helpline
বিমল গুরুংয়ের ক্যারিশমাই এনে দিল জয়

পাহাড়ে সবুজ ঝড় আটকে বিজেপির জয়লাভ স্বস্তি দিয়েছে বিমল গুরুংকে। কারণ সেখানে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নয়, প্রধান প্রতিদ্বন্দ্বী অনিত থাপা ও তাঁর দল। রাজনৈতিক মহলের একাংশের মত একদিকে অনীত থাপা ভেবেছিলেন উন্নয়নের কাঁধে ভর করে এবারের লোকসভা নির্বাচনের বৈতরণী পাড় করতে পারবেন তিনি। আর সেই কারণেই তাঁর ঘনিষ্ঠ গোপাল লামাকে তৃণমূল প্রার্থী করে রাজ্য সরকারের পাশে থেকে তিনি ভোট প্রচারে পাহাড়ে উন্নয়নের বার্তা দিয়েছেন। অন্যদিকে অন্যদিকে বিমল গুরুং উস্কে দিয়েছেন ২০১৭-র ১০০ দিনের সহিংস আন্দোলনে পুলিশের গুলিতে ১১ জনের মৃত্যুর স্মৃতিকে। সেই কারণেই তৃণমূল পাহাড় থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর সেই কারণে এবারও পাহাড়ে সবুজ ঝড় আটকে উড়ল গেরুয়া আবির।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর