ব্যুরো নিউজ, ২ জুন : উত্তর পূর্বের রাজ্য সহ অন্যান্য রাজ্যগুলি যেমন উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিশগঢ়ে গেরুয়া ঝড় উঠলেও, দক্ষিনি রাজ্যগুলিতে নিজেদের খুঁটি তেমন শক্ত নয় পদ্ম শিবিরের। তবে এবারের লোকসভা নির্বাচনে অন্যান্য রাজ্যগুলি সহ খেলা ঘোরাতে দক্ষিণে বিশেষ জোর দিয়েছে বিজেপি।
সন্দেশখালিতে ১৪৪ ধারা | হিংসার ঘটনায় রিপোর্ট তলব রাজ্যপালের
কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ-এর মত যথেষ্ট গুরুত্বপূর্ণ তামিলনাড়ুও। গতবারের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে লড়াইটা ছিল ডিএমকে বনাম এআইএডিএমকে। তামিলনাড়ুতে ৩৯টি আসনের মধ্যে ৩৮টিতেই জয়ী হয়েছিল ডিএমকে, কংগ্রেস এবং বামেদের জোট। আর এনডিএ-র হয়ে একটি আসন জিতেছিল এআইএডিএমকে। তবে ২০২৪-এর নির্বাচনে বিজেপির ভোট সংখ্যা বাড়বে তার আভাস মিলছে প্রথম থেকেই।
এদিকে নির্বাচনী প্রচারে তামিলনাড়ুতে বিশেষ জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি নির্বাচন শেষেও তামিলনাড়ুর কন্যাকুমারীতেই ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তামিলনাড়ু থেকে ৪টি আসনে জিততে পারে এনডিএ এমনই বলা হচ্ছে বুথ ফেরট সমীক্ষায়। ফলে সেখানে খাতা খুলতে পারে বিজেপি। বিজেপি পেতে পারে ২টি আসন। আর ওপিএস ও পিএমকে ১টি করে আসন পেতে পারে।
** মনে রাখতে হবে বুথ ফেরত সমীক্ষা ভোটের ফলাফলের সঙ্গে মিলতেও পারে নাও পারে। এটি শুধু মাত্র ফলাফলের আভাস।**