C V Ananda Bose FILED A CASE

ব্যুরো নিউজ, ২ জুন : সপ্তম দফার নির্বাচনের আগের দিন রাত থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। ভোটের দিন সকাল থেকেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। শাহজাহান বাহিনী এলাকায় তাণ্ডব চালায় বলে স্থানীয় মহিলাদের অভিযোগ। ঘটনায় সেখানকার কয়েকজন আহতও হন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সন্দেশখালিতে হিংসার ঘটনার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

সন্দেশখালির ১৭টি এলাকায় ১৪৪ ধারা জারি

অন্যদিকে, দলীয় কর্মীদের উপর পুলিশি অত্যাচারের খবর পেয়ে রাজবাড়ি এলাকায় যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। উর্দি খুলে নেওয়ার হুঁশিয়ারিও দেন বিজেপি প্রার্থী। এই ঘটনাতেও গেরুয়া শিবিরের বেশ কয়েকজন জখম হন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসককে ধমকও দেন রেখা পাত্র।

BJP Helpline

তবে সন্দেশখালিতে সারাদিন কী কী হিংসার ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে এবার মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

এবার ন্যাজাট থানার অন্তর্গত ৪ গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া, আগারহাটি, বয়রামারির মতো ১৭টি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সূত্রের খবর রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর