modi on opposition

ব্যুরো নিউজ, ২ জুন : শনিবার সপ্তম দফার নির্বাচনের দিন ৪৫ ঘণ্টার ধ্যান শেষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৩০ মে নির্বাচনী প্রচার পর্ব শেষ করে কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী। শনিবার সপ্তম দফার নির্বাচনের দিন তাঁর ধ্যান শেষ হয়। এরপর তিনি ধ্যানমন্ডপ ছেড়ে বেরিয়ে এসে তামিল কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের বিশাল মূর্তিতে মাল্যদান করেন।

মিলল না স্বস্তি, তিহাড়েই ফিরতে হচ্ছে কেজরিকে

‘ঐশ্বরিক ও অসাধারণ শক্তি অনুভব করছি’

এদিন ধ্যানশেষে প্রধানমন্ত্রী ভিজিটার্স বুকে লেখেন, ‘ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল পরিদর্শন করে আমি এক ঐশ্বরিক ও অসাধারণ শক্তি অনুভব করছি। এই স্মৃতিসৌধে দেবী পার্বতী ও স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন। পরে একনাথ রানাডে এই স্থানটিকে একটি স্মারক হিসেবে প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দের ধারণাকে জীবন্ত করে তোলেন।’

BJP Helpline

‘আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত স্বামী বিবেকানন্দ আমার অনুপ্রেরণা, আমার শক্তির উৎস এবং আমার অনুশীলনের ভিত্তি। এটা আমার সৌভাগ্য যে, আজ এত বছর পর স্বামী বিবেকানন্দের মূল্যবোধ ও আদর্শ যেমন তাঁর স্বপ্নের ভারতকে রূপ দিচ্ছে, আমিও এই পবিত্র স্থানে অনুশীলন করার সুযোগ পেয়েছি।’ স্বামী বিবেকানন্দকে নিয়ে এমনই আবেগঘন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘এই অনুশীলনটি আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্তগুলির মধ্যে একটি। মা ভারতীর পায়ের কাছে বসে আমি আজ আবারও আমার সংকল্প পুনর্ব্যক্ত করছি যে আমার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আমার শরীরের প্রতিটি কণা সর্বদা জাতির সেবায় নিয়োজিত থাকবে।’ ৪৫ ঘণ্টা ধ্যান শেষে এমনই উপলব্ধির কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর