ব্যুরো নিউজ, ২ জুন : গত ২১ মার্চ থেকে কয়লা পাচার মামলায় ট্রায়াল শুরুর নির্দেশ দিয়েছিল আসানসোল বিশেষ সিবিআই আদালত। আর সেই মামলার ট্রায়ালের জন্য ৪৩ জন অভিযুক্তকে তলব করা হয়। তবে বাকিরা আসলেও আদালতে অনুপস্থিত ছিলেন কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল-সহ তিনজন। ফলে সে দিন গঠন করা যায়নি কয়লা পাচার মামলার চার্জ।
ভোট মিটলেও অব্যাহত বোমা-বারুদের ‘সন্ত্রাস’! ভোট গণনার আগে অশান্তির আশঙ্কা মুর্শিদাবাদে!
তবে জানা গিয়েছে, এদের মধ্যে বিনয় মিশ্র নিরুদ্দেশ। ইনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। এদিকে জয়দেব মণ্ডল ও নারায়ণ খাড়গে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত। ফলে এই মামলার চার্জ গঠনের পরবর্তী দিন ৩ জুলাই ধার্য করা হয়। তবে তাঁর আগেই সিআইডি-র জালে জয়দেব মণ্ডল।
গত বছরের অক্টোবরে দীনেশ গড়াই নামে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জয়দেব মণ্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই মামলায় অভিযুক্ত জয়দেব মণ্ডলকে খুঁজছিল CID. এদিকে গত তিন বছর ধরে চলছে কয়লা পাচার মামলা। সেই মামলাতেও তলব এড়িয়ে আদালতে অনুপস্থিত ছিলেন অভিযুক্ত জয়দেব। এবার অবশেষে সিআইডি-র হাতে এল জয়দেব মণ্ডল।
শনিবার জয়দেব মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালেই তাঁকে আসানসোল আদালতে পেশ করে সিআইডি।এদিকে আদালতে পেশ করলে বিচারপতি চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।