ব্যুরো নিউজ, ৩১ মে : তীব্র দাবদাহের জের। আর তাতেই মৃত্যু হল ১৬ জনের। বৃহস্পতিবার বিহারে ঔরঙ্গাবাদের একটি জেলা হাসপাতালে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণেই সকলের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার সেখানরকার তাপমাত্রা ৪৮.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। বৃহস্পতিবার তাপমাত্রার পারদ কিছুটা কমে হয় ৪৪ ডিগ্রি।
গেরুয়া বসনে একমনে ধ্যানস্থ মোদী, প্রকাশ্যে ছবি
আগামী ৮ জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের নির্দেশ
এক চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার ঔরঙ্গাবাদের জেলা হাসপাতালে বৃহস্পতিবার গরম ও তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে প্রায় ৩৫ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যেই ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে গরমে পরিষেবা ঠিক রাখতে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, আইস প্যাক ও কুলারের বন্দোবস্ত করা হয়েছে বলে জানান চিকিৎসকরা। তীব্র গরমের জেরে আগামী ৮ জুন পর্যন্ত সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, কোচিং সেন্টার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি প্রশাসনের তরফে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার বিহারের একটি স্কুলে তীব্র গরমের জেরে ১৬ জন পড়ুয়া অজ্ঞান হয়ে যায় বলে খবর। তৎক্ষণাৎ অ্যাম্বুল্যান্স না মেলায় বাইক ও রিক্সা করে অচৈতন্য পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বেগুসরাই ও জামুইয়ের স্কুলের পড়ুয়াদেরও অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে। আর এরপরই ৮ জুন পর্যন্ত পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশে চিত্রটা কিন্তু একই। তীব্র গরমে নাজেহাল সেখানকার বাসিন্দারা।