ISRO

ব্যুরো নিউজ, ২৯ মে :আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ অর্থাৎ সপ্তম দফা। শেষ দফা নির্বাচনের আগে মথুরাপুরের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপে নির্বাচনী সভা থেকে একাধিক ইস্যুতে ফের রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ দফা ভোটের আগেই অস্বস্তিতে শওকত মোল্লা! এড়ালেন সিবিআই হাজিরা

‘তৃণমূলের মানুষের জন্য কোনও সহানুভূতি নেই’

তৃণমূল ও ইন্ডিয়া জোটকে একযোগে নিশানা করে মোদী বলেন, ‘তৃণমূল এবং ইন্ডিয়া জোট বাংলাকে উলটো পথে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালোবাসা তৃণমূল সহ্য করতে পারছে না।’ আয়ুষ্মাণ ভারত প্রকল্প-সহ একাধিক প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত দীর্ঘদিনের। এবার এই ইস্যুতে তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিকাশের জন্য মোদি যা করে, তৃণমূল বলে সেটা হতে দেবে না।’

BJP Helpline

অন্যদিকে আবাস যোজনা থেকে শুরু করে আবাস যোজনার টাকা কেন্দ্র দিচ্ছে না, এই অভিযোগ বার বার তুলেছে তৃণমূল সরকার। এবার তারই পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে কাটমানির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সত্তরোর্ধ্বদের জন্য আয়ুষ্মান প্রকল্প এনেছি। কিন্তু তৃণমূল বলছে, বাংলায় হতে দেবে না। তৃণমূলের মানুষের জন্য কোনও সহানুভূতি নেই। শুধু ওদের তোলাবাজ এবং কাটমানি নিয়েই যত ভাবনা। তৃণমূলের সব কাজে কাটমানি চাই। বাচ্চাদের মিডডে মিলেও কাটমানি চাই ওদের।’

১৯-এর পর ২৪, আবারও ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী

মথুরাপুরে নদী কাটা বন্ধ করতে কেন্দ্র টাকা পাঠায়, কিন্তু সেই টাকাও তৃণমূল খেয়ে নিয়েছে বলে গুরুতর অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের প্রচার সভা থেকে রামকৃষ্ণ মিশনে হামলা ও সন্ন্যাসীদের অপমানকে কেন্দ্র করে সরব হন প্রধানমন্ত্রী। তৃণমূল মঠ এবং সন্তদের অপমান করে। এই সব মঠে তৃণমূল আশ্রিত গুণ্ডারাই হামলা চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তম দফা নির্বাচনের আগেও একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী তৃণমূল সরকারকে কোণঠাসা করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর