Bangladesh mp murder case

ব্যুরো নিউজ, ২৩ মে :  গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। মনে করা হচ্ছিল তাকে খুন করা হয়ে থাকতে পারে। তেমনই আশঙ্কা করা হচ্ছিল। সেই বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনারের দেহ পাওয়া গিয়েছে কলকাতায়। নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।

জ্বলছে নন্দীগ্রাম! BJP মহিলা সমর্থককে ‘খুন’-এর ঘটনায় উত্তাল! নামল RAF, লাঠিপেটা পুলিশের

গত ১১ মে ভারতে এসে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম তাঁর বন্ধুসম্পর্কীয় গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। ১৩ মে দুপুরে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে তিনি বের হন। তবে বাড়িতে ফেরার কথা বলে বের হলেও তিনি আর ফেরেননি। ঘটনায় তৈরি হয় রহস্য। ঘটনায় ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস। এদিকে বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, যে দিন তিনি নিখোঁজ হন, সেদিনই তাঁকে খুন করা হয়েছে। এছাড়াও পুলিশের দাবি, হত্যার পর তাঁর দেহ সরিয়ে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছিল। এমনকি তাঁর মোবাইলের লোকেশানেও বিভ্রান্তি তৈরি করা হচ্ছিল।

তবে সূত্রের খবর, গত ১৩ মে নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে সাংসদ আনোয়ারুল আজিমকে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর তাঁর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতও করা হয় বলে মনে করা হচ্ছে। এমনকি দেহটিকে কেটে কেটে  ফ্রিজে রাখা হয়েছিল। এখনও পর্যন্ত জানা গিয়েছে ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সামনে এসেছে খুনের ‘মাস্টার মাইন্ড’-এর নাম। 

জানা গিয়েছে, বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিম-এর 'খুনে'র ঘটনার মূল চক্রি আখতারুজাম্মান ওরফে সাহিন। এই আখতারুজাম্মান বর্তমানে  মার্কিন নাগরিক। জানা গিয়েছে, তাঁর বাড়ি  বাংলাদেশের ঝিনাইদহ-র কোটচাঁদপুরে। আখতারুজাম্মান-এর ভাই ওই এলাকার মেয়র। তবে আগে থেকেই সাংসদ আনোয়ারুল আজিম-এর সঙ্গে তাঁর শত্রুতা ছিল বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে যুক্ত আরও অনেকে। ঘটনায় যুক্ত ৭ জনের মধ্যে ৬ জনই বাংলাদেশী। জানা গিয়েছে, খুনের আগে আখতারুজ্জামান নিজে কলকাতার ফ্ল্যাটে পৌঁছন। তাঁর সঙ্গে ছিল তাঁর বান্ধবী শিলস্তি। এই 'খুনে'র ঘটনায় আখতারুজাম্মান আমানুল্লাহ নামের এক ব্যক্তিকে প্রায় পাঁচ কোটি টাকার বরাত দেন। এও জানা গিয়েছে, ঘটনার মূল চক্রি আখতারুজাম্মান 'খুনে'র ঘটনার পর নেপালে পালিয়ে গিয়েছে। 
BJP Helpline


বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর