sudip banerjee

ব্যুরো নিউজ, ১৯ মে, শর্মিলা চন্দ্র : আগামী ১ জুন উত্তর কলকাতায় লোকসভা নির্বাচন। তবে তার আগে উত্তর কলকাতা তৃণমূলের কোন্দল পৌঁছল চরমে। সেখানকার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার পুস্তিকায় নাকি ছবি নেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই অভিযোগেই এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মোনালিসা বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে দ্বন্দ্ব।

জমজমাট রবিবাসরিয় প্রচার! আজ বাঁকুড়া-বিষ্ণুপুরে মোদী-মমতা

উত্তর কলকাতা তৃণমূলের কোন্দল চরমে

সাত দফায় লোকসভা নির্বাচনের মধ্যে ইতিমধ্যে চার দফা শেষ হয়েছে। বাকি রয়েছে আরও তিন দফা। আর এরই মাঝে ছবি বিতর্কে তৃণমূল। নির্বাচনের আগে এই ঘটনায় খানিকটা চাপে শাসক শিবির। নির্বাচনকে কেন্দ্র করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দুটি প্রচার পুস্তিকা বেরিয়েছে। সেই পুস্তিকা দুটিতে বিভিন্ন রকম ছবি থাকলেও ছবি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় সরব হয়েছে মোনালিসা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘আজ প্রথম বার আমি ইস্তেহারটা পেলাম। সব পাতা উল্টে দেখলাম যে, আমাদের যুব সমাজের আইকন, ক্যাপ্টেন অভিষেক বন্দোপাধ্যায়ের কোনও ছবি নেই। অন্তত একটি ছবি থাকলে ভাল হত।’ ছবি বিতর্কে তাঁর আরও অভিযোগ, ‘আজ সর্বোপরি তৃণমূল দলটিকে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ছবি না দেখতে পেয়ে আমার মনে হল, একটু সংশোধন করলে ভাল হতো।’ নির্বাচনের মাঝে তাঁর এহেন মন্তব্যে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব।

BJP Helpline

উল্লেখ্য, তৃণমূলের ছবি বিতর্ক এই প্রথম নয়। এর আগে গত নভেম্বর মাসে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও ছবি ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে সেই সময় বিতর্কও কিছু কম হয়নি। সেই সময় কুণাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করে বলেছিলেন, ‘অভিষেকের বোধ হয় মঞ্চে দৃশ্যত সশরীরে না আসতে পারলেও, অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল। আমি একবারও বলছি না অভিষেক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না, বা তৃণমূল না করলে অভিষেকের চলবে না। এমন কোনও ব্যাপার নেই।’ এবার পের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার পুস্তিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। যদি এই বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নাকি কিছুই জানেন না। প্রস্তার পুস্তিকা দেখার পরই যা বলার বলবেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর