Terror Attack Jammu Kashmir

ব্যুরো নিউজ, ১৯ মে:  লোকসভা নির্বাচনের মাঝে ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। জানা গিয়েছে, শনিবার জম্মু-কাশ্মীরের দুই জায়গায় হামলা চালায় জঙ্গিরা।

মায়ানমার থেকে ভারতে ঢোকার চেষ্টা জঙ্গিদের! সেনা-জঙ্গি গুলির লরাইয়ের পর অত্মসমর্পণ

প্রথমে জঙ্গইরা হামলা চালায় সোপিয়ানে। সেখানে হুরপুরা গ্রামের প্রাক্তন প্রধান আইজাজ আহমেদ শেখের ওপর গুলির হামলা করা হয়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এরপরেই দ্বিতীয় হামলাটি হয় অনন্তনাগের ইয়ান্নার এলাকায়। সেখানে এক পর্যটক যুগলের উপরে হামলা চালায় জঙ্গিরা। আহত হওয়ায় বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ওই দম্পতি রাজস্থানের জয়পুর থেকে ঘুরতে এসেছিলেন।

ঘটনায় গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। শুরু হয়েছে চিরুণি তল্লাশি। প্রায় ৩ দশক পর লোকসভা নিরভাচন হচ্ছে কাশ্মীরে। যখন কার্যত সেখানকার জন জীবন স্বাভাবিক হচ্ছে তখনি একের পর এক হামলা। এদিকে অনন্তনাগ ও রাজৌরিতে আগামী ২৫ মে ভোট। তার আগেই জঙ্গি হামলা। এতে করে, ভোটের মাঝে অশান্তি, হিংসা ছড়াতে জঙ্গি হামলা করানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

BJP Helpline

https://youtu.be/c8zuuDpSVGo

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর