ব্যুরো নিউজ, ৩০ এপ্রিলঃ টাটাকে বাংলায় ফিরিয়ে আনার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। চলছে লোকসভা নির্বাচন। আর তার মাঝেই বাংলায় টাটাকে ফিরিয়ে আনার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সুপ্রিম পথে ওয়েটিং লিস্টে থাকা এসএলএসটি চাকরি প্রার্থীরা
বাংলায় কয়েক মাসের মধ্যেই ঘটতে পারে পালা বদল। আর সেই সম্ভাবনা প্রকাশ করেই শুভেন্দু অধিকারী বলেন, ‘লোকসভা ভোটে বাংলা থেকে ৩৫টি আসন বিজেপি জিতলে, ২০২৬ সাল পর্যন্ত যেতে হবে না। কয়েক মাসের মধ্য়েই সরকার বদলে যাবে। আমরা এমন এক সরকার উপহার দেব, যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে।’
প্রসঙ্গত, এর আগেও বিরোধী দলনেতাকে টাটাকে ‘উৎখাত’ করার প্রসঙ্গে বলতে শোনা গিয়েছে। রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তিনি বলেছিলেন, ‘সিঙ্গুর আন্দোলনে মানুষের সমর্থন ছিল না। টাটাকে তাড়ানোর আন্দোলন ছিল। এর পাশাপাশি মাননীয়াও এই প্রসঙ্গে মুখ খুলে নিজের ঘার থেকে সমস্ত দায় ঝেড়ে ফেলে সেই দায় বাম শিবিরের তাক করে বলেন, তিনি টাটাকে রাজ্য থেকে তাড়াননি, উল্টে সিপিএম টাটাকে রাজ্য থেকে তাড়িয়েছে বলে তোপ দাগেন তিনি।