ব্যুরো নিউজ, ২৫ এপ্রিল : ব্যাঙ্কে কোনও জরুরী কাজ থাকলে এখনই সেরে ফেলুন! আগামি মাসে প্রায় ২ সপ্তাহ বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেখে নিন সেই তালিকা, কাজে লাগবে…
বৈশাখী উৎসবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক | আবেগঘন মুহূর্তে কি বললেন তিনি?
অনেকেই মাসের শুরুতে ব্যাঙ্কে ভিড় জমান। বই আপডেট হোক বা লোনের কাজ কিংবা নতুন পাসবই নিতে অথবা জরুরী প্রয়োজনে টাকা তুলতে। এমন নানা জরুরী কাজের জন্য ব্যাঙ্কে যেতেই হয়। তাই এমন যদি কোনও জোরুরী কাজ থাকে তবে তা অবশ্যই এই সপ্তাহেই সেরে নিন। কারন আগামী মাসে প্রায় ২ সপ্তাহ বন্ধ থাকবে ব্যাঙ্ক। এতো দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় স্বাভাবিকভাবেী ব্যাঙ্ক খোলার পর ভিড় অন্যান্য দিনের তুলনায় খানিকটা বেশি হওয়াই স্বাভাবিক। তাই ভিড়- ঝঞ্ঝাট এড়াতে এই সপ্তাহেই সেরে ফেলুন নিজের প্রয়োজনীয় ব্যাঙ্কের কাজগুলি। ৫ মে সাপ্তাহিক ছুটি থেকে শুরু করে রবীন্দ্র জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, অক্ষয় তৃতীয়া সব এই মাসেই। আর এই দিনগুলিতে বন্ধ থাকে ব্যাঙ্ক। সাপ্তাহিক ছুটি ও হলি ডে মিলিয়ে প্রায় ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে এই সব ছুটি সমস্ত রাজ্যের জন্য প্রযোজ্য নয়। এছাড়াও যে রাজ্যে, যে এলাকায় যে দিন লোকসভা নির্বাচন সেই দিনগুলিতেও সেই জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এবার দেখে নেওয়া যাক কোন কোন দিন ছুটি থাকবে...
৫ মে- সাপ্তাহিক ছুটি (রবিবার)
৮ মে- রবীন্দ্র জয়ন্তী
১০ মে- বাসভ জয়ন্তী/অক্ষয় তৃতীয়া
১১ মে- সাপ্তাহিক ছুটি (দ্বিতীয় শনিবার)
১২ মে- সাপ্তাহিক ছুটি ( রবিবার)
১৬ মে- রাজ্য দিবসের ছুটির কারণে গ্যাংটকের সমস্ত ব্যাঙ্ক বন্ধ
১৯ মে- সাপ্তাহিক ছুটি (রবিবার)
২০ মে- নির্বাচনের কারণে বেলাপুর এবং মুম্বইয়ের সমস্ত ব্যাঙ্ক বন্ধ
২৩ মে- বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি
২৫ মে- সাপ্তাহিক ছুটি (চতুর্থ শনিবার)
২৬ মে- সাপ্তাহিক ছুটি (রবিবার)
তবে এতো দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও চিন্তিত হওয়ার কিছু নেই। কারন ব্যাঙ্ক বন্ধ থাকলেও ২৪ *৭ খোলা থাকবে এটিএম পরিষেবা। এমনকি প্রয়োজনে অনলাইন ব্যাঙ্কিং সুবিধা ও ইউপিআই পরিষেবা ব্যবহার করেও লেনদেন কোর্টে পারবেন।