arvind kejriwal

ব্যুরো নিউজ, ১০ এপ্রিল : ‘দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারি বেআইনি নয়’ : নির্দেশ দিল্লি হাই কোর্টের। দিল্লি হাই কোর্টের তরফে বড় নির্দেশিকা। দিল্লি হাই কোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারি বেআইনি নয়। কেজরীওয়াল এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন হাই কোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে।

ঈদের খাবারের সঙ্গে জমিয়ে খান বোরহানি! দেখে নিন চটজলদি রেসিপি!

Advertisement of Hill 2 Ocean

গত ২১ মার্চ দিল্লির আবগারি মামলায় ইডি কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল। এর পরেই আপ প্রধান তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হন আদালতের। দিল্লি হাই কোর্ট গত বুধবার দু’পক্ষের সওয়াল শোনার পর করা মামলার রায়দান সংরক্ষিত রেখেছিল কেজরীর গ্রেফতারি নিয়ে। দিল্লি হাই কোর্ট মঙ্গলবার রায়দানের সময় জানিয়েছে, বেআইনি ভাবে হয়নি কেজরীর গ্রেফতারি। পাশাপাশি ইডি আদালতে জানিয়েছে, তাদের হাতে প্রমাণ রয়েছে কেজরীর বিরুদ্ধে। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার ‘মূলচক্রী’ হিসাবেও দেখিয়েছে।

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ১ এপ্রিল আবগারি মামলায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল কেজরীওয়ালকে। হাই কোর্ট কেজরীর আবেদন খারিজ করে জানিয়েছে যে, দিল্লির মুখ্যমন্ত্রীকে আপাতত জেলেই থাকতে হবে।পাশাপাশি, ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে কেজরীওয়াল আদালতে যে আবেদন করেছেন, ইডির আইনজীবী তা নিয়েও প্রশ্ন তোলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই আবেদন এমন ভাবে করা হয়েছে, যেন এটি গ্রেফতার বাতিলের আবেদন নয়, জামিনের আবেদন।’’

তবে দিল্লি হাই কোর্ট গত বুধবার দু’পক্ষের সওয়াল শোনার পর আপ প্রধানের মামলার রায়দান সংরক্ষিত রেখেছিল ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে। এরপর দিল্লি হাই কোর্ট মঙ্গলবার কেজরীর আবেদন খারিজ করে দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কেজরীওয়াল এবার গেলেন সুপ্রিম কোর্টে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর