- ব্যুরো নিউজ, ৯ এপ্রিল: আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল। কিন্তু সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন কেজরি। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। সেই শুনানিতে দিল্লি হাইকোর্ট আপ প্রধান কেজরির আবেদন খারিজ করে দেয়। ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
মোদীর ‘মুসলিম লিগ’ বিতর্ক: কমিশনের দারস্ত কংগ্রেস
কেজরির আবেদন খারিজ দিল্লি হাইকোর্টের
উল্লেখ্য, প্রথম থেকে ইডির দাবি করেছিল, আবগারি মামলার সঙ্গে কেজরিওয়ালের যোগাযোগ রয়েছে। এদিন কেজরির আবেদনের বিরোধীতা করে ইডি আদালতকে জানায়, ‘কোনও ‘আম আদমি’ যদি অপরাধ করেন তাহলে তাঁকে গরাদের ওপারে যেতে হয়। কিন্তু আপনি মুখ্যমন্ত্রী বলেই আপনাকে গ্রেপ্তার করা যাবে না? আপনারা দেশটাকে লুঠ করে যাবেন, তবু আপনাকে স্পর্শ করা যাবে না ভোট আসছে বলে? আপনার দাবি, আপনার গ্রেপ্তারিতে মৌলিক কাঠামো লঙ্ঘিত হচ্ছে? এটা কী ধরনের মৌলিক কাঠামো?’ এরপরে আদালত কেজরির আবেদন খারিজ করে দেয়, পাশাপাশি কেজরির আবেদনের কোনো জোরালো ভিত্তি নেই বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট।