ব্যুরো নিউজ, ৬ এপ্রিল: আলিগড় কেন্দ্রে বিজেপি সতীশ কুমার গৌতমের হয়ে প্রচারে বেড়িয়ে কড়া হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। অপরাধ যারা করবে তাদের কোনভাবে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি আদিত্যনাথের।
‘অপরাধীদের কোনভাবেই রেয়াত নয়’
সিঙ্গুরের ‘গরুর রচনা’র ব্যাখ্যা দিলেন খোদ রচনা ব্যানার্জী
এই বিষয়ে তিনি বলেন, ‘আগে মানুষ ভাবত, দুর্বৃত্তদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমি সাফ জানিয়ে দিয়েছি যে অপরাধীদের হাল বেহাল হয়ে যাবে। আমরা কথা কম বলি আর কাজ বেশি করি।’
UPI দিয়েও এবার থেকে ব্যাঙ্কে জমা দেওয়া যাবে টাকা
এদিন মহিলাদের নিরাপত্তা নিয়েও কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা শুধু রামকেই আনি না, মেয়ে আর ব্যবসায়ীদের জন্য যারা ভয়ের কারণ হয়ে ওঠে, তাদের রাম নাম সত্যও করে দিই। আমরা রামের নামে জীবন কাটাই। রাম ছাড়া জীবন অসম্পূর্ণ। কিন্তু কেউ সমাজের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠলে তার রাম নাম সত্য করতেও ছাড়ি না।’ পাশাপাশি তিনি দাবি করেন, দেশের উন্নয়নের স্বার্থে মোদি সরকারকে জেতানো উচিত।