coal mafia jaydeb mandal arrest
ব্যুরো নিউজ, ৩০ মার্চ: কয়লা সংগ্রহ করতেসংগ্রহ ঘটল বিপদ! আচমকা ধস নামায়, চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। 
এবার বাঁকুড়াতে প্রার্থী দিল কুড়মি সমাজ
এর আগেও ওই  পরিত্যক্ত কয়লা খনিতে কয়লা কুরতে গেছেন কার্তিক বাউরি। কিন্তু এদিনই যে ঘটবে বিপদ তা কে জানত? তাই অন্যান্য দিনের মত আজও কয়লা সংগ্রহ করতে গিয়েছিলেন স্থানীয় মালিয়াড়া গ্রামের বাসিন্দা কার্তিক বাউরি। কিন্তু আচমকাই  কয়লা খনির একটা অংশের মাটির ছাদ ধসে পড়ে। তার তাতে চাপা পড়েই প্রাণ হারালেন বয়স ৩৬ এর কার্তিক বাউরি।
Advertisement of Hill 2 Ocean
বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বাগুলি এলাকায় সেই কয়লা খনি আজ পরিত্যক্ত খাদের আকার নিয়েছে। আর সেখানেই নিম্ন মানের কিছু কয়লা সংগ্রহ করতে প্রতিদিনই যান এলাকার বেশ কিছু মানুষ। অন্যান্য দিনের মতোই আজ সকালেও পরিত্যক্ত ওই খাদে নেমে কয়লা সংগ্রহ করছিলেন কার্তিক বাউরি। তখনই ঘটে অঘটন। দ্রুত স্থানীয়রা ছুটে আসে। ধসের মাটি সরিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। ধসে চাপা পড়ে ততক্ষণে মৃত্যু হয়েছে কার্তিক বাউরির।

মূলত অভাবের জেরেই প্রানের ঝুঁকি নিয়ে একটু কয়লা যোগাড় করতে আসা স্থানিয়দের। আর এ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে কি ভাবে প্রশাসনের নজর এড়িয়ে বেআইনিভাবে খাদানে প্রবেশ করে স্থানীয়রা? কিন্তু তাঁদের কে বোঝাবে পেটের জ্বালা যে বড় জ্বালা। দুবেলা উনুন না জ্বললে ছেলেপুলেদের মুখে দুটো ভাত তুলে দেবে কি করে? কিন্তু সেই তারনায় যে আজ প্রানটাই খোয়ালেন কার্তিক বাউরি। কিন্তু গ্রামের আনাচে কানাচে এমন কার্তিক বাউরি আরও কত্তো আছে...

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর