পুস্পিতা বড়াল, ২৮ মার্চ: ১০ নম্বর জাতীয় সড়ক প্রয়োজনীয় মেরামতি ছাড়াই চালু করে দেওয়া হলো গাড়ি চালকদের অনুরোধে। কালিম্পং জেলা প্রশাসন ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচলের অনুমতি দেয় বুধবার দুপুরে। কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণীয়ম টি টানা বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোরা থেকে লিকুবির পর্যন্ত এলাকায় পাহাড় থেকে লাগাতার পাথর নেমে আসায় অনির্দিষ্ট কালের জন্য জাতীয় সড়ক হয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিলেন গত ২৪ মার্চ।
কঙ্গনাকে কুরুচিকর মন্তব্য! সুপ্রিয়ার প্রার্থী পদ বাতিল করল কংগ্রেস
বৃষ্টি হলে ফের পাথর নামবে!
জানা গিয়েছে, জাতীয় সড়ক মেরামতিরও নির্দেশ দেয় পূর্ত দপ্তরের জাতীয় সড়ক বিভাগের নয় নম্বর ডিভিশনকে। এরপর অভিযোগ ওঠে, পূর্ত দপ্তর জাতীয় সড়কের উপরে ছড়িয়ে থাকা পাথর সরিয়ে দিয়েই দায় এড়িয়েছে এই কয়েক দিনে। সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে গত বছর অক্টোবরে ১০ নম্বর জাতীয় সড়ক বেহাল হয়ে পড়লে জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন পর্ষদকে মেরামতির দায়িত্ব দেন জেলা প্রশাসন। ওই সংস্থাই রয়েছে এখনও সড়ক মেরামতির দায়িত্বে।