ব্যুরো নিউজ, ২৪ মার্চ: বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে কোনও ছবি কিংবা সিরিজ নিয়ে নয়। বরঞ্চ শোনা যাচ্ছে, তিনি এবার হয়তো রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন। এমনকি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নামতে চলেছেন বলি অভিনেত্রী উর্বশী! আর তা নিয়েই জোর জল্পনা। তবে তিনি কোন দোলে যোগ দিয়ে রাজনীতির ময়দানে নিজের 'অভিষেক' করবেন তা নিয়েই রয়েগেছে প্রশ্ন। ‘হিন্দু বিবাহিত মহিলাদের সিঁদুর পরতে হবে’ নির্দেশ আদালতের তবে অভিনেত্রী এ বিষয়ে এখনও খোলসা করে কিছুই বলেননি। তাকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, ভোটের টিকিট তিনি পেয়ে গিয়েছেন। তবে রাজনীতিতে তিনি পা রাখবেন কি না, সেই সিদ্ধান্ত নেবে তাঁর ভক্তরাই। কিন্তু কোন দলের টিকিট তিনি পেয়েছেন তা নিয়ে তিনি খোলসা করে কিছুই বলেননি। আর তা নিয়েই নানামহলে চলছে জোর জল্পনা।
সিনেমার পর্দা থেকে সোজা রাজনীতির ময়দানে উর্বশী!
কেমন থাকবে দোলের আবহাওয়া! দেখে নিন একঝলকে
এদিকে শনিবারই তাকে অযোধ্যার রামমন্দিরে পুজো দিতে দেখা যায়। সেখানে হলুদ শাড়ি পড়ে তোলা ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আর এরপরেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি বিজেপিতেই যোগ দিচ্ছেন তিনি?