‘এত কারখানা হয়েছে, চারিদিকে ধোঁয়াই ধোঁয়া’ নতুন ময়দানে নেমেই কার্যত হুংকার রচনা ব্যানার্জির!
রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি প্রচার ময়দানে!
ব্যুরো নিউজ, ১৯ মার্চ, পুস্পিতা বড়াল: বহুদিন ধরেই বিনোদন দুনিয়ায় ‘দিদি নং ১’ রচনা ব্যানার্জি। রাজনীতিতে সদ্য পা রেখেছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবের জোরের উপর আস্থা রেখেই তাঁকে লোকসভা নির্বাচনে তৃণমূল হুগলির প্রার্থী করেছে। রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি প্রচার ময়দানে।
সিএএ মামলায় স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত
পুরনো বাড়ির অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বৈদ্যবাটিতে! আহত দু’জন
রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি প্রচার ময়দানে!
এদিকে লকেট চট্টোপাধ্যায় হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী। সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তিনি বিজেপির জন্য জয় ছিনিয়ে এনেছিলেন ২০১৯ সালে। একদা সহকর্মী রচনার বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে লকেটতে সরাসরি তোপ দাগতে বিশেষ দেখা যায়নি। লকেটের কথায়, ‘লড়াইটা মোদী বনাম দিদি’। অপরদিকে রচনা অবশ্য তাঁর একাধিক বার্তায় বুঝিয়ে দিয়েছেন,’ভোট সমরের জন্য তিনি প্রস্তুত লড়াইয়ের ময়দানে।’
রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রচার ময়দানে নেমে তৃণমূল জমানার উন্নয়নের খতিয়ান প্রসঙ্গ তুলে ধরেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যখন এলাম সেই সময় দেখি অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, রাস্তা ঘাট অন্ধকার। এত কারখানা হয়েছে। সেক্ষেত্রে কী ভাবে বলেন এখানে কারখানা হয়নি, কারখানা হয়েছে আরও হবে।’
আপনি কি ইলেকট্রিক বাইক কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আর দেরি না করে আজই দেখে নিন বাজেটসাধ্য Eeve Tesoro!