ব্যুরো নিউজ, ৮ ফেব্রুয়ারি: চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীর এই শুভ দিনে আমরা বিদ্যা ও জ্ঞানের দেবী মা সরস্বতীর আহ্বান করে থাকি। তবে সরস্বতী পুজোর ওই শুভ দিনে রাশি অনুযায়ী কোন নিয়মাবলী পালন করলে বিদ্যার ক্ষেত্রে সমস্ত বাঁধা বিপত্তি কাটবে ও পড়াশোনাতেও উন্নতি হবে আসুন তা জেনে নেওয়া যাক।

মেষ রাশি: মেষ রাশির জাতক- জাতিকাদের বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর কবচ পাঠ করা উচিত। এতে মেষ রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন।

কেন বসন্ত পঞ্চমীতে পূজিত হন মা সরস্বতী? রইলো তার তথ্য

 

বৃষ রাশি: বৃষ রাশির জাতক- জাতিকাদের বসন্ত পঞ্চমীর নিয়ম অনুযায়ী বাগদেবীর আরাধনা করা উচিৎ। পুজোর পরে কপালে সাদা চন্দনের তিলক লাগিয়ে দেবিকে সাদা ফুল নিবেদন করবেন। এতে আপনার জ্ঞানের বিকাশ ঘটবে।

বসন্ত পঞ্চমীতে কেমন থাকবে আপনার রাশিফল?

horoscope

মিথুন রাশি: মিথুন রাশির জাতক- জাতিকারা দেবী সরস্বতীর আরাধনার সময় একটি সবুজ পেন মায়ের চরণে অর্পণ করবেন। এতে আপনার সব ইচ্ছা পূরণ হবে।

কর্কট রাশি: এই রাশির জাতক- জাতিকারা মা সরস্বতীকে পায়েস নিবেদন করুন। এতে আপনারা গানের জগতে প্রতিষ্ঠা পাবেন।

সিংহ রাশি: এই রাশির জাতক- জাতিকারা ২৭ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। যত বেশি জপ করবেন, তত বেশি উপকার পাবেন। এতে আপনাদের বিদেশে পড়ার ইচ্ছা পূরণ হবে।

কন্যা রাশি: এই রাশির জাতক- জাতিকারা মা সরস্বতীকে পড়াশোনার সামগ্রী নিবেদন করুন। এতে আপনার পড়াশোনার ক্ষেত্রে আসা সমগ্র বাঁধা বিপত্তি কেটে যাওয়ার পাশাপাশি পড়াশোনায় একাগ্রতা বাড়বে।

তুলা রাশি: তুলা রাশির জাতক- জাতিকাদের ক্ষেত্রে যদি কথা বলায় সমস্যা থাকে তাহলে আপনারা কোনও ব্রাহ্মণকে সাদা বস্ত্র দান করুন। এতে আপনাদের সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে।

saraswati puja

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক- জাতিকারা একটি শুভ সময় ধরে দেবী সরস্বতীর পুজো করুন। পুজোর সময় দেবীকে একটি লাল পেন অর্পণ করুন। এতে আপনার স্মৃতি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হতে পারে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকারা ওইদিন দেবীকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। যেহেতু বসন্ত পঞ্চমীর শুভ রং হলুদ, তাই হলুদ মিষ্টি নিবেদনে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি: মকর রাশির জাতক- জাতিকারা বসন্ত পঞ্চমীর শুভ দিনে কোনও গরীব ব‍্যক্তিকে সাদা রঙের শস্য দান করুন। এতে আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবে।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক- জাতিকারা অভাবী পড়ুয়াদের স্কুল ব‍্যাগ, বই, খাতা ও পড়াশোনার বিভিন্ন সামগ্রী দান করুন। এতে আপনাদের জীবনের সকল বাঁধা দূর হতে পারে।

মীন রাশি: মীন রাশির জাতক- জাতিকারা সরস্বতী পুজোর বিশেষ দিনে মেয়েদের হলুদ শাড়ি দান করুন। এতে আপনাদের ক্যারিয়ারে কোন সমস্যা থাকলে দ্রুত সেই সমস্যার সমাধান হবে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর