ব্যুরো নিউজ, ২৪ জানুয়ারি: ব্যালট বাক্স চুরি নিয়ে তৃণমূলকে কটাক্ষ লেখির
ব্যালট বাক্স চুরি করা নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। বিরোধীরা যখন ইভিএম মেশিন কারচুপি ও বিশ্বাসযোগ্যতা নিয়ে কেন্দ্রকে আক্রমনে ব্যস্ত, তখন কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যে জোর তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি মন্ত্রক বিভিন্ন বিষয়ের উপর প্রদর্শনীর আয়োজন করছে। মীনাক্ষী বলেন, “আমি ভাবছিলাম ব্যালট বাক্স থেকে শুরু করে ইভিএম পর্যন্ত যাত্রাপথের একটি প্রদর্শনীর আয়োজন করতে বলব। আগে কিভাবে বুথ দখল করা হতো তাও এই প্রদর্শনীতে দেখানো হবে। এই বুথ ও ব্যালট বাক্স দখল করা আটকাতে ইভিএম আনা হলো”।
তিনি আরও বলেন, দু- এক বছর আগেই আমরা দেখেছি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের সময় কিভাবে কিছু ব্যালট বাক্স সরিয়ে নেওয়া হয়েছিলো। এই সমস্ত এড়াতে ইভিএম কার্যকরী বলে তিনি জানান। ইভিএম নিউজ