মৃত‍্যুর

ব্যুরো নিউজ, ০৪ জানুয়ারি: প্রসূতি মৃত‍্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ 

 

চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত‍্যুর ঘটনায় কুলটিতে পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কুলটির নিয়ামতপুর টহরম সংলগ্ন ইস্কো বাইপাস রোডের চৌমাথা মোড়ে । স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ‍্যায় ড: লিয়াকৎ আলি হিসাবে এলাকায় পরিচিত চিকিৎসকের তত্ত্বাবধানে আকাশ ক্লিনিকে ভর্তি হন নিয়ামতপুরের প্রিয়া সিনেমা হল সংলগ্ন এলাকার বাসিন্দা মুসকান মণ্ডল।

অবশেষে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বর সংগ্রহে সফল ইডি

এরপর রাত্রি ১১ টা নাগাদ এক কন‍্যা সন্তান প্রসব করেন ওই প্রসূতি। কিন্তু রাতেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসক গাড়িতে অন‍্যত্র স্থানান্তরের ব‍্যবস্থা করে। রানিগঞ্জের দিকে সেই প্রসূতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পথেই ওই প্রসূতির মৃত‍্যু হয় বলে পরিবারের দাবি। এরপর পরিজনেরা ওই প্রসূতির দেহ সহ কন‍্যা সন্তানকে নিয়ামতপুরে ফিরিয়ে আনে।

 

কিন্তু সুযোগ বুঝে চিকিৎসক হিসাবে পরিচয় দেওয়া লিয়াকৎ আলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে পরিজনেরা নিয়ামতপুর টহমহরম মোড় সংলগ্ন ইস্কো বাইপাস রোড চৌমাথা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

 

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। যদিও পরিজনেরা ওই ভুয়ো চিকিৎসকের গ্রেফতার সহ শাস্তির দাবি তোলেন। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর