ব্যুরো নিউজ, ০৪ জানুয়ারি: মন্দিরে ঘটলো দুঃসাহসিক চুরির ঘটনা
দুবরাজপুর অঞ্চলের যশপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর সহ ৪টি গ্রামে মন্দিরের তালা ভেঙে দুষ্কৃতীরা চুরি করেছে। প্রায় ৫০০ বছর ধরে কৃষ্ণনগর গ্রামে পুজিত হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেখানে সকালে মন্দিরে পুজো করতে এসে ব্রাহ্মণ দেখেন মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় পরে আছে। কৃষ্ণের বাঁশি থেকে শুরু করে ঠাকুরের গলার চেন, মাথার মুকুট, পুজোর বাসনপত্র সহ সমস্ত কিছু খোয়া গেছে।
চুরির ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় পুলিশকে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও সেবাইতদের তরফ থেকে শুভেন্দু ব্যানার্জি দাবি করেন, তিন চার লক্ষ টাকার সম্পত্তি খোয়া গেছে।
তিনি আরও বলেন, এই মন্দিরে আমাদের ৫০০ বছরের এই দেবতা। এটা আমাদের ভাব আবেগে আঘাত করেছে। আমরা এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চাই। ইভিএম নিউজ